আর্কাইভ থেকে বাংলাদেশ

বুস্টার ডোজ পেলো ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ

বুস্টার ডোজ পেলো ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২০ হাজার ৩৮৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

উম্মে রুম্মান

এ সম্পর্কিত আরও পড়ুন বুস্টার | ডোজ | পেলো | ৫ | কোটি | ৭০ | লাখের | বেশি | মানুষ