Connect with us

চট্টগ্রাম

লক্ষ্মীপুর-২ সংসদ উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Published

on

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

২৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দুলাল তালুকদার প্রতীক বরাদ্দ দেন।

জেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়নের হাতে নৌকা প্রতীক বরাদ্দ পত্র হস্তান্তর করেন।

এ আসনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির ফয়েজ উল্যা শিপন কে লাঙল প্রতীক প্রদান করা হয়। তবে তিনি এ সময় নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন না।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যাহ শিপন, বাংলাদেশ কংগ্রেস এর আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।

Advertisement

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয় গত ১৯ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ ওই দিন আবুল কালাম আজাদ মনোনয়পত্র প্রত্যাহার করেন।

এ দিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের বলেন, তার পক্ষ থেকে রায়পুর সংসদীয় উপনির্বাচনে এক চুল পরিমাণ আচরণ বিধি লঙ্ঘন হবেনা।

তিনি বলেন, আমার জাল ভোটের প্রয়োজন হবে না। আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে আমি স্বাগত জানাই। নির্বাচন কমিশন বিতর্কিত হবে এমন কোন কাজ আমার পক্ষ থেকে হবেনা। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয় সেই জন্য আমাদের সহযোগীতা থাকবে।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি সাংবাদিকেরা আমার পরিবারের সদস্য। তাদের কাছ থেকে জাতি যেন ভুল তথ্য না পায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

উল্লেখ, মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের দণ্ড হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতির মাধ্যমে এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

এ আসনে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৬৩ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ২৯৯ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৬৪ জন। সদর উপজেলার ৯ টি ইউনিয়ন এবং রায়পুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোট কেন্দের সংখ্যা ১৩৬ টি।

এস

Advertisement

অপরাধ

পুত্রের আশায় তৃতীয় সন্তানও মেয়ে, বিক্রি করে দিলেন বাবা!

Published

on

পুত্রসন্তানের আশায় তৃতীয়বারও কন্যাসন্তান জন্ম দেয় এক দম্পতি। এতে অসন্তুষ্ট ছিলেন বাবা। পরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১৪ বছরের নিঃসন্তান এক দম্পতিকে ৫০ হাজার টাকার বিনিময়ে তুলে দেন ওই কন্যাসন্তানটি।

সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুলালপাড়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক মো. সাদ্দাম ও স্ত্রী সুমি আক্তারের সংসারে দুটি কন্যা সন্তানের পর তৃতীয় মেয়ে সন্তান জন্মায়। পুত্রসন্তানের আশায় তৃতীয়বারও কন্যাসন্তান জন্ম নেওয়ায় অসন্তুষ্ট ছিলেন বাবা সাদ্দাম। পরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১৪ বছরের নিঃসন্তান এক দম্পতিকে ৫০ হাজার টাকার বিনিময়ে তুলে দেন বাচ্চাটিকে।

অভিযুক্ত বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, সন্তানকে বিক্রি করিনি, এক আত্মীয়ের কাছে রাখতে দিয়েছি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ওই অটোরিকশা চালকের স্ত্রীর প্রসববেদনা উঠলে গত ২৭ জুন রাতে উপজেলার দোভাষী বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। (২৯ জুন) সকালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।

Advertisement

জানা যায়, হাসপাতালের বিল মেটানোর জন্য নবজাতকের বাবা গেলো মঙ্গলবার (২ জুলাই) এক দম্পতির কাছে ৫০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করে দিয়েছেন। ওই দম্পতি ১৪ বছর ধরে নিঃসন্তান।

মঙ্গলবার সকালে ওই হাসপাতালে এক আত্মীয়ের জন্য রক্ত দিতে গিয়ে বিষয়টি দেখতে পান পারভেজ হোসেন নামের এক যুবক। নবজাতক বিক্রির বিষয়টি জানতে পেরে তিনি কৌশলে ওই শিশুর একটি ছবি তুলে রাখেন। পরে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

উল্লেখ্য, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই এ নিয়ে মন্তব্য করেছেন। এর মধ্যে কয়েকজন হাসপাতালের বিলের টাকা পরিশোধ করে শিশুটিকে ফিরিয়ে দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। পরে বুধবার (৩ জুলাই) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহর উপস্থিতিতে কন্যা শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়।

এএম/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা

Published

on

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর মোহাম্মদ (৩১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোরে ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত নূর মোহাম্মদ উখিয়া ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশন-৪ ডি ব্লকের অলি আহমেদের ছেলে।

স্থানীয় রোহিঙ্গারা জানা যায়, নিহত যুবক প্রতি রাতে ব্লকে পাহাড়াদারদের সাথে স্বেচ্ছায় পাহারা দিতো ও স্থানীয় মসজিদে নামাজ এবং সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতো।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মরদেহ ক্যাম্পের পাশে একটি পাহাড়ে পাওয়া যায়।

Advertisement

তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

চট্টগ্রাম

সাজেক ছেড়েছেন আটকে পড়া ৭০০ পর্যটক

Published

on

সাজেক-ভ্যালি

মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে ভ্রমণে গিয়ে আটকা পড়া ৭ শতাধিক পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বুধবার (৩ জুলাই) সাজেক থেকে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে তারা রওনা দেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেকের আশাপাশের সড়কগুলো তলিয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার (২ জুলাই) থেকে সাজেকে আটকা পড়েন ৭ শতাধিক পর্যটক।

মতিজয় ত্রিপুরা বলেন, বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। আমরা জানতে পেরেছি, পর্যটকরা গঙ্গারামমুখ পর্যন্ত যাবেন। পরে ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি পৌঁছাবেন।

Advertisement

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সড়কের পানি কমে যাওয়ায় আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে গেছে। নতুন করে আর বৃষ্টি না হওয়ায় সড়কগুলো যান চলাচলের জন্য স্বাভাবিক হয়ে উঠছে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত