বসুন্ধরা আইসোলেশন সেন্টারের জিনিস হাসপাতালে সরবরাহ করা হয়েছে

বসুন্ধরা আইসোলেশন সেন্টারের সব জিনিস প্রয়োজন অনুযায়ী সারা দেশের হাসপাতালে সরবরাহ করা হয়েছে। এগুলো উধাও হয়ে যায়নি। জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

আজ বুধবার (১৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ তথ্য জানা তিনি।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কিছু গণমাধ্যমে আমাদের সমালোচনা করা হয়েছে। যেটা আমাদের মনোবলকে ভেঙে দিচ্ছে। পৃথিবীতে এমন সমালোচনার কোনো নজির নেই।

তিনি বলেন, বসুন্ধরা আইসোলেশন সেন্টারের যন্ত্রপাতি উধাও হয়নি, প্রয়োজন অনুসারে সারা দেশে বণ্টন করা হয়েছে। ওই সময়ে প্রয়োজন না থাকায় এবং ব্যয় সংকোচন করার জন্য আইসোলেশন সেন্টার বন্ধ করে দেয়া হয়েছিল।

অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, আমরা নতুন অনেক শয্যা তৈরি করেছি। আমি এখানে বলতে চাই- এই সংখ্যা তিন হাজার ৬৩৮টি।

রাজধানীর কুড়িল বিশ্ব রোডের মাথায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে গেলো বছর করোনার প্রথম ডেউয়ের সময় এ আইসোলেশন সেন্টার তৈরি করা হয়। এতে প্রায় দুই হাজারের মতো আইসোলেশন বেড ছিল।

 

Recommended For You