হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ কওমি মাদরাসায় সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে।
আজ বুধবার (২১ এপ্রিল) সংগঠনটির যুগ্ম-মহাসচিব মুফতি নাসির উদ্দীন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
এতে তারা বলেন, করোনা যে কারও শরীরেই সংক্রমিত হতে পারে। তাই করোনার কারণে স্কুল-কলেজ যদি বন্ধ থাকে, তাহলে কওমি মাদরাসাও বন্ধ থাকবে, এটাই যুক্তির কথা। কিন্তু স্কুল-কলেজ এবং আলিয়া মাদরাসা চলে সরকারি বেতন-ভাতায়। সেখানে প্রতি মাসে শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। পক্ষান্তরে কওমি মাদরাসাগুলো চলে জনগণের অনুদানে। মাদরাসা বন্ধ থাকলে জনগণ অনুদান দেওয়াও বন্ধ করে দেয়। ফলে শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হয় না। শিক্ষকদের জীবন-জীবিকা নির্বাহে বিপর্যয়ের সৃষ্টি হয়।
এই দুই নেতা বলেন, সব কওমি মাদরাসার পক্ষ থেকে সরকারের কাছে আমাদের জোর দাবি, এগুলোকে যেন করোনার এই সময়ে সরকারি আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
শুভ মাহফুজ