বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে ইরান। যার নাম দেয়া হয়েছে 'গাজা'। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২১ মে) নতুন ড্রোনটির উন্মোচন করা হয়।
বড় আকৃতির কৌশগত ড্রোন 'গাজা' উন্মোচনের মধ্যদিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে।
তিনি বলেন, ড্রোনটি একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ভয়ঙ্কর এই ড্রোন ৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। 'গাজা' ড্রোনটি একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে।
আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধানের ভাষ্য, আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।
উল্লেখ্য, গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যুদ্ধ বন্ধ করার দিনই 'গাজা' নামের এই ড্রোন উন্মোচন করলো ইরান। শুরু থেকেই দেশটি ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে আসছে।
শুভ মাহফুজ