আর্কাইভ থেকে জাতীয়

১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ালো ওয়াসা (ভিডিও)

১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ালো ওয়াসা (ভিডিও)

রাজধানীর বাসা-বাড়িতে ওয়াসার যে পানি ব্যবহার হয় তার প্রতি ১ হাজার লিটারের দাম ছিলো ১৪ টাকা ৪৬ পয়সা। আগামী পহেলা জুলাই থেকে এই পানির দাম দিতে হবে ১৫ টাকা ১৮ পয়সা। গত ২৪ মে ওয়াসার বোর্ড সভায় পানির দাম ৫ শতাংশ  বাড়ানোর সিদ্ধান্ত হয়। 

তবে বিশেষজ্ঞরা মনে করেন, অপরিকল্পিত প্রকল্পের ক্ষতি পোষাতে জনসাধারণের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াসা। অন্যদিকে দাম বাড়ানোর বিপক্ষে মতামত দিয়েছিলেন, খোদ ঢাকা ওয়াসা বোর্ডেরই ১৩ সদস্যের মধ্যে চারজন। তারপরও সামঞ্জস্যের দোহাই দিয়ে দাম বাড়ানো হয়েছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৩ বছরে এ নিয়ে ১৪ বার পানির দাম বাড়ানো হলো। ১৯৯৬ সালের ওয়াসার আইন অনুযায়ী সংস্থাটি  প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে।

ভিডিও...

শেখ সোহান
 

এ সম্পর্কিত আরও পড়ুন ১৩ | বছরে | ১৪ | বার | পানির | দাম | বাড়ালো | ওয়াসা | ভিডিও