দিয়াবাড়িতে মেট্রোরেলের দ্বিতীয় সেট

মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট ঢাকায় পৌছে গেছে। মঙ্গলবার (০১ জুন) রাতে দিয়াবাড়ীর কাছে মেট্রোরেলের ছয় কোচের দ্বিতীয় সেটটি জেটির কাছে আনা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার (০২ জুন) সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তথ্য অনুসারে, মেট্রোরেলের দ্বিতীয় সেটটি ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করলে ৯ মে বাংলাদেশের মোংলায় পৌঁছায়। সেখান থেকে ২৪ মে বার্জে করে নদী পথে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ২৬ মে ঝালকাঠিতে পৌঁছানোর পর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠিতেই নোঙর করে রাখা হয়। ২৮ মে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জুলাইয়ের ১ তারিখে ঢাকায় এসে পৌঁছায় সেটটি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক মঙ্গলবার (০১ জুন) বলেন, প্রথম সেট ট্রেনের মতো ডিপোতে দ্বিতীয় সেট পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

Recommended For You