আর্কাইভ থেকে ক্রিকেট

মোহামেডানকে হারিয়ে ছুটছে দোলেশ্বর, ঘুরে দাঁড়িয়েছে আবাহনী

মোহামেডানকে হারিয়ে ছুটছে দোলেশ্বর, ঘুরে দাঁড়িয়েছে আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগ ছুটছে প্রাইম দোলেশ্বর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সাকিবের মোহামেডানকে ২২ রানে হারিয়েছে ফরহাদ রেজার দল। টানা চার জয় দোলেশ্বর শিবিরে। ঘুরে দাঁড়িয়েছে আবাহনী। গাজী গ্রুপের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে আকাশীনীলরা। লো স্কোরিং ম্যাচে শেখ জামালকে ৭ উইকেটে হারিয়েছে তামিমের প্রাইম ব্যাংক।
 
কাটছে না সাকিব আল হাসানের ব্যাডপ্যাচ। সে পথেই হাঁটছে মোহামেডান। টানা তিন জয়ের পর ব্যাক টু ব্যাক হার। বৃষ্টি যেখানে বাধা হয়নি টেবিল টপার প্রাইম দোলেশ্বরের। বিকেএসপিতে জয়টা ২২ রানের।

সকালের বৃষ্টি বিড়ম্বনায় শেষ পর্যন্ত ম্যাচের স্থায়ীত্ব ৬ ওভারের। ইমারানউজ্জামানের ১৪ বলে ৪১ রানের ইনিংসের সঙ্গে শামিম হোসেনের ২৯; দোলেশ্বরের সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান। মোহামেডানের ব্যাটিং ব্যর্থতার মিছিলে, ব্যর্থ সাকিবের রান সবচেয়ে বেশি- ২২। মোহামেডান করতে পারেনি ৫৬'র বেশি।

তবে এক রাত পর জয়ে ফিরেছে আবাহনী। ১৫১ রানের লক্ষ্যটাকে সহজ করেছেন মুশফিক-মোসাদ্দেক। দুই ব্যাটসম্যানের জোড়া ফিফটিতে জয় ৭ উইকেটে। ৫৩ রান করে আরও এক ম্যাচে সেরা মুশফিক। যদিও তা হতে পারতেন সৌম্য সরকার। কেননা গাজীর পক্ষে সৌম্যর ব্যাটে ছিলো ৬৭ রান।

আবাহনীর সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে তামিমের প্রাইম ব্যাংক। তবে লো স্কোরিং ম্যাচে আশরাফুল-নাসিরদের ব্যর্থতায় শেখ জামালের পুঁজি ১৩৩ রান। তামিম-রনির ৬৯ ওপেনিং জুটিতে শুরুটা দারুণ ছিলো প্রাইম ব্যাংকের। রনি তালুকদার ৪৮ ও বাংলাদেশ অধিনায়ক তামিম ফেরেন ২৩ রানে। এনামুল বিজয়ের ৩৫ রানের পর ফিনিশিং টাচ দিলেন মোহাম্মদ মিঠুন। ২১ রানে অপরাজিত জাতীয় দলের এই ক্রিকেটার। প্রাইম ব্যাংকের জয় ৭ উইকেটে।

ডিপিএলে তৃতীয় জয় পেলো ব্রাদার্স। পারটেক্সকে হারালো ৩৩ রানে। রাহাতুলের হাফ সেঞ্চুরি ব্রাদার্সকে ৮ উইকেটে ১৪৮ রানের পুঁজি দেয়। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সেই রাহাতুল সফল। এই স্পিনারের চার উইকেটে পারটেক্স গুটিয়ে যায় ১১৪ রানে।

এ সম্পর্কিত আরও পড়ুন মোহামেডানকে | হারিয়ে | ছুটছে | দোলেশ্বর | ঘুরে | দাঁড়িয়েছে | আবাহনী