নতুন কীর্তি গড়তে আজ মাঠে নামছে টাইগাররা

২০১৫ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে আবারও কোনো সিরিজ খেলতে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে মাহেন্দ্র সিং ধোনির শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল মাশরাফী বিন মর্তুজার বাংলাদেশ।

এবার অবশ্য ওয়ানডে এবং টেস্ট দুই সিরিজই খেলছে বাংলাদেশ-ভারত। যেখানে প্রথমেই ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

ভারতকে আজ হারাতে পারলেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি হাতে রেখেই রোহিতদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতে নিতে পারবে বাংলাদেশ।

ইতোমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোহিত শর্মার ভারতকে কাঁদিয়ে ছেড়েছে টাইগাররা। মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের শেষ উইকেটের অবিশ্বাস্য রেকর্ড জুটিতে ১ উইকেটের জয় পেয়ছে টাইগাররা।

দুই দল ২০১৫ সালের পর আরও ৪ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হলেও সব ছিল বৈশ্বিক এবং উপমহাদেশীয় টুর্নামেন্টে। ফলে জিতলেই শক্তিশালী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা। দুটিই অবশ্য বাংলাদেশের ঘরের মাঠে।

এর আগে ৪ ডিসেম্বর দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে বোলিংয়ে এসে সাকিব আল হাসানের পাঁচ ও পেসার এবাদত হোসেনের চার উইকেট তুলে নিয়ে ভারতকে ১৮৬ রানে আটকে দেয় টাইগাররা।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে সহজেই জয়ের পথে থাকলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ অনবদ্য ৫১ রানের জুটি গড়ে ভারতের থেকে জয় ছিনিয়ে নেন। এই ম্যাচ জিতে সিরিজ জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল।

অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় রোহিত শর্মার দল। ফলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় মুখিয়ে আছে দুই দেশ।

Recommended For You

Leave a Reply