আর্কাইভ থেকে আওয়ামী লীগ

দলের ভেতরে উল্টো সুর, মহিলারা যাবে কোথায়: কাদের

দলের ভেতরে উল্টো সুর, মহিলারা যাবে কোথায়: কাদের
আপনারা মানসিকতাটা একটু তৈরি করুন। যাতে একজন মহিলাকে দিলে তাকে যেন ভোটটা দেয়। এখন আমাদের দলের ভেতরে উল্টো সুর, আবার দলের বাইরেও উল্টো সুর। তাহলে মহিলারা যাবে কোথায়? বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, জিতেছে আবার অনেকে হেরেছে। সিটি করপোরেশন এক মহিলা আমাদের বহুদিনের কর্মী। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তাকে দিলাম। আমাদের দলেও দেখলাম, দলের বাইরেও দেখলাম। এটা আমাদের একটা অভিজ্ঞতা। মহিলাদের উপজেলা চেয়ারম্যান বানানো নিয়ে বা যেকোনো সিটে সরাসরি নির্বাচনে নামানো এটা আমাদের দেশে এখনো একটা চ্যালেঞ্জ। আমাদের দলের পুরুষ নেতারাও মেনে নিতে চায় না। রংপুরের অবস্থা দেখুন। নেতারা কি এক্টিভ ছিলো? এক্টিভ থাকলে কি আজ রংপরে এমন অবস্থা হতো? তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচন আমরা সর্বসম্মতক্রমেই করেছি। এবং এখানে কোনো ভুল হয়নি। সেই নারী নেত্রীর কোনো বদনাম নেই। তিনি একজন আইনজীবী। আমরা প্রার্থী বাছাইয়ে ভুল করিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন দলের | ভেতরে | উল্টো | সুর | মহিলারা | কোথায় | কাদের