ফিফা কাতার বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে নায়কের বেশে প্যারিসে ফিরেছিলেন মেসি। প্রায় সপ্তাহখানেক নিজেকে ঝালিয়ে নেবার পর এবার মাঠে ফিরছেন এই আর্জেন্টাইন নায়ক।
আজ বুধবার ( ১১ জানুয়ারি) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। মেসি মাঠে ফিরলেও ছুটিতে থাকায় মাঠে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে।
কিলিয়ান না থাকলেও মেসির সাথে দলে ফিরেছেন প্যারিসে তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু নেইমার। কার্ড জনিত সমস্যার কারণে শেষ ম্যাচ মিস করেছিলেন নেইমার। তাই আরও একবার মাঠে ফেরার অপেক্ষায় মেসি-নেইমার জুটি।
১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি, অন্যদিকে সমান ম্যাচ খেলে অ্যাঙ্গার্স আছে পয়েন্ট টেবিলের ২০ নম্বরে।