আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবদের বিশাল সংগ্রহের সামনে দাঁড়াতে পারলো না চট্টগ্রাম

সাকিবদের বিশাল সংগ্রহের সামনে দাঁড়াতে পারলো না চট্টগ্রাম
বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে ২০৩ রানের টার্গেট দেয়া বরিশালের কাছে ১৭৬ রান তুলতেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।   বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল চট্টগ্রামের। ওপেনিং জুটিতে ৫ ওভারে তোলে ৪৮ রান। গতো ম্যাচে সেঞ্চুরি করা উসমান খান ৩ টি করে চার-ছক্কায় তোলেন ৩৬ রান। দলের আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড সাকিবের কাছে শিকার হবার আগে করেন ২৯ বলে ২৯ রান। দলীয় ১৩০ রানের মাথায় আফিফ আউট হওয়ার পর শেষ দিকে কিছুটা ঝড় তোলেন জিয়াউর রহমান। ৪ টি ছয় ও ৩ টি চারের সাহায্যে ২৫ বলে ৪৭ রানের ইনিংস কাজে দেয় নি দলকে। শেষ পর্যন্ত ২৬ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক চট্টগ্রামকে।   আরও পড়ুনঃ সুপার কাপের ফাইনালে মুখোমুখি মাদ্রিদ-বার্সা এর আগে শুক্রবার ( ১৩ জানুয়ারি) দুপুরে টচে জিতে বরিশালকে ব্যাটিং এ পাঠায় চট্টগ্রাম। বরিশালের হয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে এবারের আসরে প্রথমবারের মতো ওপেন করেন মেহেদি হাসান মিরাজকে। ৩ ওভারেই ওপেনিং এই জুটি তুলে ৩৩ রান। ১২ বলে ৩ চার  ও ১ ছক্কায় ২৪ করে তাইজুল ইসলামের শিকার হন মেরাজ। এরপর মৃত্যুঞ্জয়ের বলে ৩ বলে ৮ করে বোল্ড হন সাকিব আল হাসান। দলীয় ৭১ রানের মাথায় ২১ বলে ৫ বাউন্ডারিতে ৩০ করে বিশ্বনাথের হাতে পতন হয় এনামুল হক বিয়ের। ১১তম ওভারের আগেই  ১০০ রান ছুঁয়ে ফেলা বরিশাল বুঝিয়ে দিচ্ছিল আজ রান যাবে অনেক দূরে। মাহমুদউল্লাহ রিয়াদও ঝড় তুলতে চেয়েছিলেন। তবে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৫ রানে পৌঁছাতেই  তাকে আটকান জিয়াউর রহমান। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ইব্রাহিম ফেরেন ৪৮ রানে। এরপর শেষ দিকে এসে ঝড় তোলেন পাকিস্তানি ব্যাটার ইফতিকার আহমেদ। ২৬ বলে ৫ ছক্কায় ৫৭ রানের টর্নেডো ইনিংসে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২০২ রানে।  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবদের | বিশাল | সংগ্রহের | সামনে | দাঁড়াতে | পারলো | চট্টগ্রাম