চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে আনসার সদস্যরা।
রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন গেট, ওসমানী উদ্যান, জাতীয় প্রেস ক্লাব এবং এর আশেপাশের এলাকাগুলোতে তাদের অবস্থান নিতে দেখা গেছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্য, বিজিবি সদস্য ও পুলিশ সদস্যরা পাঁচটি গেটই বন্ধ করে দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন।
বিক্ষোভকারী আনসার সদস্যরা জানান, গেলো ৭৬ বছর ধরে আমাদের জাতীয়করণের আশ্বাস দেয়া হয়েছে। অথচ আমরা ৭৬ বছর ধরেই বঞ্চিত। আমাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
তারা বলেন, সরকার এবারও আশ্বাস দিয়েছে। কিন্তু প্রজ্ঞাপন জারি করেনি। প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা আমাদের অবস্থান ধরে রাখবো।
কেএস//