নারী অনূর্ধ্ব-১৯টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে হ্যাট্রিক জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর এবার যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে প্রমীলা টাইগার্সরা।
যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
শুরুটা অবশ্য ভালো ছিল না দিশা বিশ্বদের। ১৯ এবং ২১ রানের মাথায় পর পর দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারের হাত ধরে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ১৪ বলে ২২ করে স্বর্ণা আউট হলে ১৫ বলে ১৭ করেন ফেরেন দিলারাও। দলীয় ৮৬ রানের মাথায় ১০ রান করে ফেরেন অধিনায়ক দিশা বিশ্ব। এরপর রাণীকে নিয়ে বাকি পথটা পারি দেন রাবেয়া খান।
আরও পড়ুনঃ
রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা
এর আগে বুধবার (১৮ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। খেলা শুরুর ৩.৩ ওভারে দলীয় ১১ রানে ওপেনার লাসয়া মুল্লাপুদিরকে হারায় যুক্তরাষ্ট্র। এরপর স্নিগ্ধা ও দিশা মিলে এগিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু ১৪ তম ওভারে পর পর স্নিগ্ধা ও দিশার উইকেট তুলে নেয় বাংলাদেশের নারীরা।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১০৩ রান।
যুক্তরাষ্ট্রের হয়ে লাসয়া মুল্লাপুদি ১২ বলে ৫ রান, দিশা ধিনগ্রা ৩৯ বলে ২০ রান, ইসানি ভাগহেলা ১৭ বলে ১৭ রান, স্নিগ্ধা পল ৩৭ বলে ২৬ রান, গেতিকা কোদালি করেন ১৬ বলে ১৬ রান। বাংলাদেশের হয়ে দিপা খাতুন ও মারুফা আক্তার ২ টি করে এবং ইয়াসমিন অর্থী ১ টি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ
লিটন দাসের হাতে বধ ম্যাশদের জয়ের মিশন