আর্কাইভ থেকে ফুটবল

কোথায় কখন কিভাবে দেখবেন মেসি-রোনালদো দ্বৈরথ

কোথায় কখন কিভাবে দেখবেন মেসি-রোনালদো দ্বৈরথ
সময়ের সেরা দুই তারকার দ্বৈরথ। একটা সময় লা লীগায় এই দুই মহা তারকার লড়াই ছিল নিয়মিত ব্যাপার। কিন্তু রোনালদো মাদ্রিদ ছেড়ে যাবার পর সংকোচিত হয়ে যায় তাদের দ্বৈরথ। এরপরও অবশ্য দেখা হয়েছিল দুজনের। ২০২০ সালের ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুজন। সেই ম্যাচটা অবশ্য নিজের করে নিয়েছলেন সিআরসেভেন। জোড়া কল করেছিলেন মেসির বার্সার বিপক্ষে। অবশেষে আজ বৃহস্পতিবার( ১৯ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন দু’জন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। একদিকে সৌদির অল স্টার একাদশ, আরেক দিকে পিএসজি। অল স্টারের অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর বাকি ১০ জন সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়রা। উত্তেজনাঠাসা এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। এছাড়া পিএসজির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে (ইউটিউব বা ফেসবুক) সরাসরি সম্প্রচার করা হবে মেসি-রোনালদোর এই দ্বৈরথ। আমেরিকার ফুবো টিভিও লাইভ স্ট্রিম করবে ম্যাচটি।

এ সম্পর্কিত আরও পড়ুন কোথায় | কখন | কিভাবে | দেখবেন | মেসিরোনালদো | দ্বৈরথ