আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বগুড়ায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে ৭ রোগীর মৃত্যু

বগুড়ায় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে ৭ রোগীর মৃত্যু

হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংকটে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শ্বাসকষ্টে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ১৩ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া রোগীরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাবেয়া বেগম (৬০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরা বেগম (৩৫), বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার আলী জাহিদ (৬৫), নওগাঁর বদলগাছী উপজেলার আবদুল মতিন চৌধুরী (৮২), সারিয়াকান্দি উপজেলার টুকু মণ্ডল (৬৫), শিবগঞ্জ উপজেলার আবদুল হান্নান (৬৫) ও সিরাজগঞ্জ সদরের লিলি চৌধুরী (৫৫)।

রোগী স্বজনরা অভিযোগ করে বলেন, উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে।

বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষও। তারা বলছে, তাদের মোট ৭টি আইসিইউ বেডের মধ্যে ২টি সচল রয়েছে। বাকি ৬টি বেডে এখন পর্যন্ত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা লাগানো হয়নি। এ কারণে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম থাকার পরও উচ্চ শ্বাসকষ্টের রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারছেন না।

বিষয়টি বেশ কয়েকদিন আগে থেকেই স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। কিন্তু কোনো সমাধান দেয়া হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন বগুড়ায় | হাই | ফ্লো | ন্যাজাল | ক্যানোলা | সংকটে | ৭ | রোগীর | মৃত্যু