Connect with us

ঢালিউড

নির্বাচনে বিশৃঙ্খলার আশঙ্কায় হিরো আলম

Published

on

হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের  উপনির্বাচনে ভোটগ্রহণের দিন সদর আসনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এছাড়াও এ আসনে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়া বাংলা স্কুল মাঠে ইলেক্ট্রনিকং ভোটিং (ইভিএম) মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নিবাচন কমকর্তা মাহমুদ হাসানকে হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম জানান, ভোটগ্রহণের দিনে তার সঙ্গে ১০ জন এজেন্ট থাকার অনুমোদন দিতে হবে। অতীতের নির্বাচনে তার ওপর ভোটকেন্দ্রে হামলা হয়েছিল। সে কারণেই তার সঙ্গে বেশি সংখ্যক এজেন্ট রাখতে হবে। বেশি মানুষ সঙ্গে থাকলে কেউ হামলা চালাতে সাহস পাবে না। সেই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের আহ্বান করেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই দুই সংসদীয় আসনে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

 

Advertisement

জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ এবং পোলিং অফিসার থাকবে ১ হাজার ৫৫৪ জন।

আর বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোটকেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে থাকবেন ।

গোয়েন্দা শাখার সূত্র জানা গেছে, বগুড়ার দুই আসনের ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫৮টিকেই ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে বগুড়া-৬ সদর আসনে মোট ১৪৩টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৭৯টি। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনেও মোট ১১২টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭৯টি।

দুই আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বগুড়া-৪-এর কাহালু উপজেলার ভোটকেন্দ্রগুলো। ওই উপজেলায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিই ঝুঁকিপূর্ণ। ওই আসনের নন্দীগ্রাম উপজেলার ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বগুড়া-৬ সদর আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র ৬৪টি। বাকি ৭৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বগুড়া জেলা সহকারী  রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নিবাচন কমকর্তা মাহমুদ হাসান বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের আশ্বস্ত করছি ভোটকেন্দ্রে যেতে তাদের কোনো প্রকার সমস্যা হবে না।

Advertisement

তিনি আরও জানান, এ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। পাশাপাশি মোতায়ন থাকবে ১৬ প্লাটুন বিজিবি। এছাড়াও ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৪ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবেন।

ঢালিউড

অপু-বুবলী দুজনেই অতীত, বিয়ে করছেন শাকিব খান!

Published

on

বিয়ের জন্য ডাক্তার মেয়ে পছন্দ তার। পাত্রী দেখাও শুরু করেছেন তার মা-বাবা, বোন, ভগ্নিপতিসহ পরিবারের সকলেই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন ঢালিউডের কিং খান।

শাকিব খানের পরিবার সূত্রে খবর, কিং খানকে বিয়ে দেয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ের ব্যাপারে ফিসফাসও শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন।

বিয়ে করছেন শাকিব খান! তাহলে অপু, বুবলির কি হবে? তৎক্ষণাৎ মনের কোণে এমন প্রশ্নই উঁকি দিবে শাকিব ভক্তদের।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের পুনর্মিলনের খবর শোনা যাচ্ছে বছরখানেক ধরে। সে ব্যাপারটাও পরিষ্কার করে দিয়েছেন কিং খানের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য। তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক বহু আগেই শেষ। শুধু জয়ের মা হিসেবে শাকিব তাকে যথাযথ সম্মান করেন।’

গেলো বছর ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরে বেড়ান শাকিব খান ও অপু বিশ্বাস। তারপর থেকেই তাদের পুনর্মিলনের গুঞ্জন ওঠে জোরালোভাবে। যদিও অপু বিশ্বাস কখনোই এমন দাবি করেননি কোথাও। বরং সাংবাদিকরা এ ধরনের প্রশ্ন করলেই কৌশলে এড়িয়ে গেছেন বারবার।

Advertisement

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের একসময়ের সুপারহিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালে প্রকাশ হয় এই খবর। ওই বছরের এপ্রিলে ছেলে জয়কে কোলে নিয়ে অপু হাজির হন একটি টিভি চ্যানেলে। কাঁদতে কাঁদতে প্রকাশ করেন শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মদানের কথা।

২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় শাকিব খানের বড় ছেলে জয়ের। শোনা যায়, তখন দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে শাকিবের প্রেম জমে ক্ষীর। সে কথা জানতে পেরেই নাকি তড়িঘড়ি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। বিয়ের ৯ বছর পর ফাঁস করেন সবকিছু।

ওই ঘটনা অবশ্য কাল হয়েছিল অপুর জন্য। কয়েক মাস পরই নানা অভিযোগ তুলে তাকে ডিভোর্স লেটার পাঠান শাকিব খান। তিন মাস পর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারিতে সে ডিভোর্স কার্যকরও হয়ে যায়।

এরপরই শাকিব খান বিয়ে করেন তার ধারাবাহিক এক ডজন সিনেমার নায়িকা বুবলীকে। গুঞ্জন সত্যি হয় যে, অপু বিশ্বাসের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই তিনি প্রেম করছিলেন বুবলীর সঙ্গে। এ সংসারে জন্ম হয় কিং খানের দ্বিতীয় পুত্রসন্তান শেহজাদ খান বীরের। আমেরিকার একটি হাসপাতালে মা হন বুবলী।

কিন্তু টেকেনি দ্বিতীয় সংসারও। তবে বুবলীর দাবি, কিং খানের সঙ্গে তার এখনো ডিভোর্স হয়নি। তারা আলাদা থাকছেন মাত্র। সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন।

Advertisement

অথচ, শাকিব খান বছর খানেক আগেই জানিয়ে দিয়েছেন, বুবলীর সঙ্গে তার সবকিছু শেষ। প্রথম স্ত্রী অপু বিশ্বাসের মতো বুবলীও তার জীবনে অতীত। তা সত্ত্বেও গণমাধ্যমে নায়িকার এই ধরনের বক্তব্যে বিরক্ত শাকিব খান এবং তার পরিবার। ফলে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শাকিবের পরিবারের এক সদস্য নামপ্রকাশ না করার শর্তে গণমাধ্যমে দাবি করেছেন, সন্তান শেহজাদ খান বীরের অজুহাতে বুবলী যেন শাকিবের অফিসে না যান, সে বিষয়ে তাকে নিষেধ করে দেয়া হয়েছে। এমনকি, বীরকে শাকিবের বাসায় নিয়ে এলেও যেন বুবলী বাদে তার পরিবারের অন্য কেউ নিয়ে আসেন।

শাকিবের পরিবারের ওই সদস্য এও দাবি করেন, সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানা ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন বুবলী, যা সম্পূর্ণ মিথ্যাচার। ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার।

অর্থাৎ, শাকিব খানের পরিবারের ওই সদস্যের দেয়া তথ্যমতে, কিং খানের অফিস এবং বাসা দুই জায়গাতেই নিষিদ্ধ বুবলী। ওই সদস্যের দাবি, ছেলে বীরকে শাকিবের অফিস বা বাসায় নিয়ে গেলেই ছবি তোলার জন্য তৎপর হয়ে ওঠেন বুবলী। বোঝাতে চেষ্টা করেন, তাদের সম্পর্ক স্বাভাবিক।

বহু আগেই শাকিব খান জানিয়ে দিয়েছেন, বুবলী তার জীবনে অতীত। তাদের মধ্যে স্বামী-স্ত্রীর কোনো সম্পর্কই এখন আর নেই। কিন্তু বুবলী প্রায়ই দাবি করেন, তাদের ডিভোর্স হয়নি। তারা আলাদা থাকছেন মাত্র। শাকিব খান ও তার পরিবারের বিরক্তির কারণ এটাই।

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

কোটি টাকার মাদকসহ পপগুরুর সদস্য গ্রেপ্তার

Published

on

কোটি টাকার মাদকসহ ব্যান্ড শিল্পী এনামুল কবির গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ আটক করা হয় তাকে। এসময় এনামুলের এক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

এদিকে পুলিশ জানিয়েছে পপগুরু আজম খানের ব্যান্ডের সদস্য ছিলেন এই এনামুল কবির রেবেল।

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার অভিনেত্রী চূর্ণী

Published

on

নাট্যজগতে মহিলাদের সুরক্ষার জন্য আবেদন জানালেন দামিনী বেণী বসু। তার সমর্থনে এগিয়ে এলেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে শুক্রবার সকালে সামাজিমাধ্যম- ফেসবুক লিখেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বছর ছয়েক আগে ইনস্টাগ্রামে ‘মিটু’ নিয়ে একটি পোস্টের কথা উল্লেখ করেন চূর্ণী।

সেই পোস্টে চূর্ণী লিখেছিলেন, ‘আমি হয়তো ছোট ছিলাম, কিন্তু আমি ভুলিনি। শিশু নির্যাতনের এক নীরব শিকারের দীর্ঘ দিনের জমে থাকা কান্না! শুধু মাত্র বলতে পারিনি বলে এত বছর চুপ থাকা।’ সেই পোস্টের কথা পুনরায় উল্লেখ করে লিখেছেন, ‘অপরাধীর শাস্তি হয়নি। তবে আমার বিশ্বাস কর্মফল পাবে সে।’

চূর্ণী লিখলেন, আজ আমি প্রায় ৬ বছর আগের একটি খুব ব্যক্তিগত ইন্সটাগ্রাম পোস্ট মনে করছি। এতে লেখা ছিল, ‘আমি হয়তো তরুণ ছিলাম, কিন্তু আমি ভুলে যাইনি। আমি তার নাম নিতে পারব না এই ভেবে সে হয়তো শিথিল। এবং ঠিক এটাই তাকে মাত্র ১২ বছর বয়সের থেকে সুবিধা নিতে বাধ্য করেছে, এখনও খুব হারিয়ে গেছে, এবং এখনও বিশ্বকে জানা বাকি।

অভিনেত্রী যখন বছর বারোর কিশোরী, নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই ক্ষত আজও অমলিন। এখনও অপেক্ষায় আছেন অভিনেত্রী যে, এক দিন সেই ব্যক্তি ক্ষমা চাইবে তার কাছে।

অভিনেত্রী জানিয়েছেন, বেণী বসুর আবেদনপত্রে সই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেরি হয়ে যাওয়ার ফলে তিনি তা করতে পারেননি।

Advertisement

আমার মনে আছে আমি বিভ্রান্ত ছিলাম, এবং পুরোপুরি অবিশ্বাসের মধ্যে ছিলাম। আমার মনে আছে, যখন আমি পারতাম, একটি গলা শুকনো এবং শুকানো, এবং একটি ভারী হৃদয় নিয়ে, কেউ ফিরে যাওয়ার মতো না। আমি বিধ্বস্ত এবং কাঁপিয়ে দিয়েছিলাম কারণ আমি তাকে আমার ছোট্ট আত্মা দিয়ে বিশ্বাস করেছিলাম।’

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

অপরাধ2 hours ago

‘আমি সেলিব্রেটি হতে আসি নাই, সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই’

‘আমি সেলিব্রেটি হতে আসি নাই, সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই’। বললেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক...

অপরাধ2 hours ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

জাতীয়3 hours ago

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি অনুশীলনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি   

শোভন কর্মপরিবেশ নিশ্চিতকল্পে দেশীয় ও বৈশ্বিক শ্রমমান অনুযায়ী কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি অনুশীলনকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তোলাও অত্যন্ত জরুরি।...

আইন-বিচার4 hours ago

পিনাকীর বিরুদ্ধে চার্জশিট দাখিল, গ্রেপ্তারির আবেদন

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে...

আইন-বিচার4 hours ago

আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুই বেঞ্চে চলবে বিচারকাজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস...

জাতীয়4 hours ago

শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের...

জাতীয়5 hours ago

শেখ জামালের ৭১তম জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম...

জাতীয়17 hours ago

বাংলাদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের ব্যবসায়ীদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৬ এপ্রিল) ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক ব্যবসায়িক সভায়...

আমদানি-রপ্তানি17 hours ago

বাংলাদেশসহ ছয় দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত

বাংলাদেশসহ বন্ধুত্বপূর্ণ ছয়টি দেশে ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারতের সরকার। বাংলাদেশের পাশাপাশি আরও যেসব দেশে ভারত...

জাতীয়18 hours ago

এসএসসির ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালো বোর্ড

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তশিক্ষাবোর্ড...

Advertisement
আন্তর্জাতিক13 mins ago

ইসরাইলে দুই ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা

রূপচর্চা17 mins ago

তীব্র দাবদাহেও ত্বকে নায়িকাদের মতো জেল্লা পাবেন যেভাবে

ফুটবল23 mins ago

আবারও মেসির জোড়া গোলে মায়ামির জয়

আন্তর্জাতিক30 mins ago

পঞ্চম দফায় সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম39 mins ago

সেনা অভিযানে ‘কুকি-চিনে’র দুই সদস্যের মৃত্যু

লাইফস্টাইল42 mins ago

বাতের ব্যথায় ওষুধের বদলে ভরসা রাখুন বাড়িতে তৈরি বিশেষ তেলে

বলিউড48 mins ago

হিন্দি সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ নায়িকার

টুকিটাকি59 mins ago

র‌্যাপ গাইছে ভিঞ্চির ‘মোনালিসা’

হলিউড1 hour ago

ষাটের ‘তরুণী’ আলেজান্দ্রার ‘মিস ইউনিভার্স’ জয়

খুলনা1 hour ago

গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

বলিউড7 days ago

বিচ্ছেদের দীর্ঘ জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন ঐশ্বরিয়া

বাংলাদেশ4 days ago

শাকিবকে বিয়ের আগেই বুবলী বিবাহিত ও এক সন্তানের জননী, বোমা ফাটালেন সুরুজ বাঙালি

দেশজুড়ে7 days ago

সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

বাংলাদেশ6 days ago

তীব্র তাপদাহের মধ্যে যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

দুর্ঘটনা2 days ago

৯ দিনে একে একে মারা গেলেন ৩ ভাই

ঢাকা5 days ago

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

টুকিটাকি4 days ago

ঋণ পেতে মৃত চাচাকে ব্যাংকে নিয়ে গেলেন ভাতিজি

বলিউড7 days ago

শাহিদ কাপূরের বিলাসবহুল ভ্রমণের তালিকা ফাঁস!

বাংলাদেশ4 days ago

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

বাংলাদেশ6 days ago

ধোনি-সাক্ষীর চরম প্রেমের কাহিনী, শুনলে গায়ে কাঁটা দেবে!

উত্তর আমেরিকা3 days ago

সামনে ‘যুদ্ধবিরোধী’ কুমির, আটকে গেলো মার্কিন বিমান (ভিডিও)

আইন-বিচার7 days ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

জাতীয়1 month ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

বাংলাদেশ2 months ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায়
Exit mobile version