আর্কাইভ থেকে বাংলাদেশ

নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ রোগীর মধ্যে ৭ জনেরই মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ রোগীর মধ্যে ৭ জনেরই মৃত্যু
গেলো ৮ বছরের মধ্যে চলতি বছরেই সর্বোচ্চ সংখ্যক মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ বছর নিপাহ ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে। যা গেলো চার বছরের মধ্যে সর্বোচ্চ। সারাদেশের সব জেলা এখন নিপাহ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি)  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এসব তথ্য জানিয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন কেস হচ্ছে, আমরা খবরটা পেয়ে যাচ্ছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জনই মারা গেছেন। আমরা যদি শুধু খেজুরের রস খাওয়া বন্ধ করে দিতে পারি তাহলেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারব। তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আমরা যদি শুধু খেজুরের রস খাওয়াটা বন্ধ করে দিতে পারি তাহলেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি।  

এ সম্পর্কিত আরও পড়ুন নিপাহ | ভাইরাসে | আক্রান্ত | ১০ | রোগীর | মধ্যে | ৭ | জনেরই | মৃত্যু