Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে ধ্বংসস্তুপ থেকে ১২০ ঘণ্টা পর ৩ ভাই উদ্ধার

Avatar of author

Published

on

তুরস্ক ভূমিকম্প

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায়ে প্রদেশের প্রধান শহর আন্তাকিয়ায় উদ্ধারকারী একটি দল ৯ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালাচ্ছিল। এ সময় উদ্ধারকারীরা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা খনন করার সময় ওই তিন ভাইয়ের সন্ধান পায়। পরে একে একে তাদের উদ্ধার করা হয়।

এর আগে, গেলো ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কের ২০ হাজার ২১৩ এবং সিরিয়ায় ৩ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় বর্তমানে প্রায় ৯ লাখ মানুষের রান্না করা খাবারের প্রয়োজন।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশসহ অনেক দেশ এরইমধ্যে মানবিক সহায়তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

 

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার আশঙ্কায় আতঙ্কিত ইরানি জনগণ

Avatar of author

Published

on

আতঙ্কিত-ইরানি-জনগণ

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চিরশত্রু ইসরাইলের অভ্যন্তরে সরাসরি হামলা চালিয়েছে ইরান। গেলো শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলি হামলার আতঙ্কে ভুগছে ইরানের জনগণ ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ সালে ব্যাপক বিক্ষোভের পর সামাজিক এবং রাজনৈতিকভাবে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে ইরানিরা। সঙ্গে রয়েছে অথনৈতিক সংকট। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইসরায়েলের পাল্টা হামলার ভয়। গেলো শনিবার (১৩ এপ্রিল) রাতভর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই ইরানিরা ইসরায়েলি হামলার আতঙ্কে ভুগছে।

যদিও ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতারা বলছেন, ইসরায়েলে হামলা চালানোর বিষয়টি তারা এখানেই শেষ করতে চায়, কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইরান আরও কঠোরভাবে এর জবাব দিবে। এটি শুধু সাধারণ মানুষের জন্য খারাপ খবর নয়, এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন ইরানের উত্তরাঞ্চলীয় শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সী শিক্ষক হাশেমও।

তিনি বলেন, অর্থনৈতিক চাপ আরও বাড়বে, আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এজন্য আমরা কোনো ধরনের সংঘাত চাই না, আমরা যুদ্ধ চাই না। আমার দুই সন্তানকে কীভাবে নিরাপদে রাখব সেই চিন্তাই এখন ঘুরে ফিরে সামনে আসছে।

Advertisement

গৃহিনী পারভেনা। তিনিও ইসরায়েলি হামলা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। একই সঙ্গে রয়েছে অর্থনৈতিক দুরাবস্থা। তিনি বলেন, আমরা ইরানিরা বহু বছর ধরে অর্থনৈতিক টানাপোড়নের মধ্যে রয়েছি। যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। আমার স্বামী একজন কারখানার শ্রমিক। আমাদের পর্যাপ্ত টাকা নেই। ফলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে আমাদের জন্য কিছু কিনে মজুদ রাখা সম্ভব হবে না।

গেলো ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এরপর থেকে শঙ্কার ভুগছেন অনেক ইরানিরা। তবে শঙ্কার মধ্যে অনেকে সাহসের কথাও বলছেন।

৩০ বছর বয়সী সরকারি কর্মকর্তা হুসেইন সাহাবী বলেন, ইসরায়েলে হামলার ফলে আমার অনেক গর্ব হচ্ছে। ইসরায়েল আমাদের কিছুই করতে পারবে না। কারণ ইরান খুবই শক্তিশালী দেশ।

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

চায়ের সঙ্গে গোমূত্র আর খাবারে গোবর খাওয়াবে বিজেপি: মমতা

Avatar of author

Published

on

মমতা-বন্দ্যোপাধ্যায়

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কথার লড়াই চলছে প্রতিবেশী রাজ্য ভারতে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন বিজেপির কড়া সমালোচনা করে বলেন, বিজেপি আপনাদেরকে সকালে চায়ের সঙ্গে গোমূত্র ও দুপুরের গোবরের সঙ্গে কিছু একটা খাওয়াবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি মানুষের অধিকার হরণ করে নিচ্ছে। মানুষ কী খাবে, সেটাও আগামী দিনে বিজেপি ঠিক করে দেবে। যেমন বিজেপি বলবে, সেরকমই খেতে হবে।

সোমবার (১৫ এপ্রিল) কোচবিহারের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রধান দাবি করেন, ক্ষমতায় ফিরে এলে সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি সরকার। মানুষ কী খাবেন, সেটাও ঠিক করে দেবে গেরুয়া শিবির।

মমতা বলেন, ‘আপনি কী খাবেন, লিখে দেবে সকালবেলায়। চা খাও। চায়ের সঙ্গে গোমূত্র খাও। আপনি কী খাবেন, লিখে দেবে দুপুরবেলায়। কী খাবে, গোবরের সঙ্গে মিশিয়ে কিছু খাও। সন্ধ্যায় কী খাবেন, সেটাও ওরা ঠিক করে দেবে। রাতে আপনি কত ঘণ্টা ঘুমাবেন, সেটা ওরা ঠিক করে দেবে।’

Advertisement

সোমবার কোচবিহারের সভা থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘আপনারা দেখেছেন কাল কি ম্যানিফেস্টোয় (বিজেপির ইশতেহার) কী বলেছে?

আমি যেটা আগে বলি, পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি, তখন আমায় ভুল বোঝে। ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম, মাছের মাথাটা হচ্ছে ক্যা (সংশোধিত নাগরিকত্ব আইন), আর লেজটা হচ্ছে এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জী)। মধ্যিখানের পেটিটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। কাল ম্যানিফেস্টোয় রেখেছে, কি রাখেনি?’

মমতা আরও বলেন, ‘মনে রাখবেন, দেশ তো বেচে দিচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, আর এই আইন পাস করা হয়, তাহলে তফসিলি জাতির বন্ধুরা জেনে রাখুন যে আইডেন্ডেটি থাকবে কিনা, (তাহলে অধিকার থাকবে না)। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে (অধিকার) থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। হিন্দুদেরও থাকবে না। রাজবংশীদেরও থাকবে না।’

মমতা দাবি করেন যে পশ্চিমবঙ্গে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবরকমের উৎসব পালন করা হয়। সরকার কখনও কোনও উৎসব পালনে বাধা দেয় না।

মমতার কথায়, ‘যারা নবরাত্রি করেন, তাদের আমি শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তীপূজাও হয়, দুর্গাপূজাও হয়। বাসন্তীপূজা ছোট করে হয়। দুর্গাপূজা বড় করে হয়। বাসন্তীপূজা হয়, অন্নপূর্ণা পূজা হয়। নীলষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল। আগামী দিনে আরও উৎসব আসবে। ভাওয়াই উৎসব হয়।’

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

পাকিস্তানে বজ্রপাত ও বন্যায় ৩৯ জনের মৃত্যু

Avatar of author

Published

on

বজ্রপাত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং বজ্রপাতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন কৃষক মাঠে ফসল রোপন করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বন্যার কারণে ফসলের মাঠ তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া রাস্তা-ঘাট ডুবে যাওয়ার ফলে চলাচলও করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের তাপমাত্রা বাড়ছে। ফলে দেশটি বার বার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে।

২০২২ সালে পাকিস্তানের এক তৃতীয়াংশ বন্যার পানিতে ডুবে যায়। এতে ১৭০০ এর বেশি মানুষ প্রাণ হারায়। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এছাড়া বহু মানুষ মাসের পর মাস সুপেয় পানির অভাবে ভুগে।

২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাকতুনখাওয়া এবং বেলুচিস্তানে আবারও বন্যা দেখা দিয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এসব অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। এজন্য ভূমিধস এবং আরও অধিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Advertisement

এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান গণবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাবে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ প্রদেশে শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা বজ্রপাতে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। পরিস্থিতি খারাপ হওয়ায় সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপকূলীয় শহর পাসনি এবং বালোচে বৃষ্টি পানিতে তলিয়ে গেছে। পাসনির শহরের চেয়ারম্যান নুর আহমেদ কালমাতি সংবাদমাধ্যম ডনকে বলেন, বৃষ্টির পানিতে পুরো শহরকে লেক মনে হচ্ছে। আবাসিক এবং বাণিজ্যিক ভবনে পানি ঢুকে পড়েছে।

এদিকে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানেও বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশটিতে বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

শিক্ষা-মন্ত্রণালয়-লোগো শিক্ষা-মন্ত্রণালয়-লোগো
জাতীয়3 hours ago

শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ

আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মোনাজাত...

মাদকবিরোধী মাদকবিরোধী
অপরাধ3 hours ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩    

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

ড. ইউনুস ড. ইউনুস
আইন-বিচার3 hours ago

স্থায়ী জামিন পাননি ড.ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিনের...

জাতীয়18 hours ago

স্থায়ী জামিন চাইবেন ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থায়ী জামিন চাইবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায়...

বাংলাদেশ19 hours ago

সন্যাসী হতে ২০০ কোটি রুপির সম্পত্তি দান করলেন দম্পতি

দুনিয়ার ভোগ-বিলাস ত্যাগ করে সন্যাসী হতে চলেছেন এক দম্পতি।এরই  ধারাবাহিকতায় নিজেদের  ২০০ কোটি রুপির সম্পত্তি সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন।...

আবহাওয়া, গরম আবহাওয়া, গরম
বাংলাদেশ19 hours ago

বৈশাখে পুড়ছে দেশ, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালো

দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে। সেই ধারাবাহিকতায় আজও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে...

ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক
আইন-বিচার20 hours ago

নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চট্টগ্রামে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫...

দেশজুড়ে21 hours ago

প্রথম ধাপের উপজেলা ভোটে ১৮৯১ মনোনয়ন দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র...

জাতীয়23 hours ago

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  আগামী ২ মে এ অধিবেসন বসছে। আজ সোমবার (১৫ এপ্রিল) জাতীয়...

বিএনপি-নেতা-ইশরাক বিএনপি-নেতা-ইশরাক
আইন-বিচার23 hours ago

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের অন্তর্বর্তীকালীন জামিন

রাজধানীর একাধিক থানায় নাশকতার ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য...

Advertisement
আন্তর্জাতিক6 days ago

বিড়াল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জন নিহত

বাংলাদেশ3 days ago

ইসরাইল থেকে সরাসরি ঢাকায় বিমানের অবতরণ- যা জানা গেলো

আন্তর্জাতিক2 days ago

ইসরাইলে ইরানের হামলা: ভূমধ্যসাগরে ঢুকলো রাশিয়ার যুদ্ধজাহাজ

ফায়ার-সার্ভিস
জাতীয়4 days ago

নিয়ন্ত্রণে এসেছে বাড্ডার আগুন

আন্তর্জাতিক2 days ago

ইরানে পাল্টা হামলার বিষয়ে যা জানালো বাইডেন

দেশজুড়ে3 days ago

যুবকের পায়ুপথ থেকে বের করা হলো ৬ ইঞ্চি ডাব

বাংলাদেশ6 days ago

যাত্রীদের মারধরে নয়, চালক-কন্ডাক্টরের মৃত্যু হয় যেভাবে

আন্তর্জাতিক7 days ago

রাতে নয়, দেশটিতে দিনে দেখা গেলো ঈদের চাঁদ!

আন্তর্জাতিক2 days ago

ইসরাইলে ইরানের হামলা: প্রতিক্রিয়া জানালো ভারত ও চীন

আন্তর্জাতিক2 days ago

নজিরবিহীন ইরানি হামলায় ইসরায়েলের যেসব ক্ষতি হলো

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়3 weeks ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল3 weeks ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি4 weeks ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ1 month ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড1 month ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল1 month ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

অর্থনীতি2 months ago

গরুর মাংসের দাম কেজি প্রতি পৌনে ৬ লাখ টাকা!

অপরাধ2 months ago

ডিবিতে যে অভিযোগ দিলেন তিশার বাবা

সর্বাধিক পঠিত