আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফাইজারের তৃতীয় ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দেয়

ফাইজারের তৃতীয় ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দেয়

করোনার অধিকতর বিপজ্জনক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি সুরক্ষা দিতে পারে ফাইজারের তিন ডোজ টিকা। বুধবার প্রকাশিত ফাইজারের নতুন উপাত্তে এমন ইঙ্গিত মিলেছে। মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির দাবি, ফাইজারের টিকার দুই ডোজ নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তিন ডোজ নিলে তার থেকে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বুধবার অনলাইনে টিকার তৃতীয় ডোজের কার্যকারিতা নিয়ে নতুন উপাত্ত প্রকাশ করেছে ফাইজার। এতে বলা হয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের মধ্যে টিকার তিন ডোজ দেওয়ার পর পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়, যা ডেল্টা ধরনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দেবে। আর ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে ১১ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়। তবে দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস পর দিতে হবে তৃতীয় ডোজ। 

ফাইজারের গবেষকরা বলেছে, করোনা টিকার তৃতীয় ডোজ না নেওয়া ব্যক্তিদের তুলনায় গ্রহণকারীদের শরীরে ডেল্টাকে পরাস্ত করার ক্ষমতা ১০০ গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

ফাইজারের উপাত্তগুলো এখনো পর্যালোচনা করেনি বিশেষজ্ঞরা বা কোন সাময়িকীতে প্রকাশ করা হয়নি। গবেষণায় অংশ নেওয়া ২৩ জনের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য টিকার তৃতীয় ডোজের বিষয়ে আগামী মাসেই এফডিএ'র কাছে অনুমোদন চাইবে ফাইজার।

ফাইজার বৈশ্বিক গবেষণা বিভাগের প্রধান ডা. মাইকেল ডোলস্টেন বলেছেন, গবেষণার ফলাফল ও উপাত্ত শিগগিরই দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেছেন, আগামী মাসে এফডিএ-এ উপাত্তসমূহ দেবে ফাইজার। এ সংক্রান্ত অন্যান্য আরও গবেষণার দিকে নজর রাখছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এর উপর ভিত্তি করেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুস্টার হিসেবে পরিচিত তৃতীয় ডোজের প্রয়োজন হবে কিনা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফাইজারের | তৃতীয় | ডোজ | টিকা | ডেল্টার | বিরুদ্ধে | শক্তিশালী | সুরক্ষা | দেয়