Connect with us

ঢাকা

৭ মামলার আসামী মিঠু ও তার সহযোগী সজীব গ্রেপ্তার

Avatar of author

Published

on

মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধুখালী ও পূর্বাচল নতুন শহর এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদককারবারিসহ ৭ মামলার আসামি রাকিবুল হাসান মিঠু ও তার সহযোগী সজীবকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

(২৪ জুন) শনিবার দিবাপূর্ব রাত ৩ টার দিকে মধুখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিব হাসান মিঠু মধুখালী খালপাড় এলাকার বাসিন্দা আনিস আলীর ছেলে এবং সহযোগী সজীব কাঞ্চন পৌরসভার কেন্দুয়া জাইল্লাপাড়ার আশ্রব আলীর ছেলে।

রূপগঞ্জ থানা পরিদর্শক ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান মিঠুর সম্প্রতি মধুখালী এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মোশারফ হোসেনদের জমি জোর পূর্বক দখল চেষ্টা করে। এ সময় তাকে বাঁধা দিলে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে রাজি না হওয়ায় মারধর করে আহত করে মিঠু ও তার সহযোগী লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে তাকেসহ তার সহযোগী সজীবসহ পূর্বাচলের সমু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে থানার রেকর্ড যাচাই করে জানা যায়, মিঠুর বিপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২০১৮ সনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আটক হয়। সে ঘটনায় মামলা হলে তা আদালতে চলমান। এছাড়াও বিভিন্ন সময় মাদক কারবার, চাঁদাবাজি করা, অন্যের জমি দখল করে দেয়াসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে সে। এসব ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা পৃথক পৃথক মামলা দায়ের করলে তা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

মধুখালীর বাসিন্দা মামলার বাদী ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন, মিঠুর দাবীকৃত চাঁদা না দিলেই দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আমাদেরও জমি দখলের চেষ্টা করে সে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। তার নিয়ন্ত্রণে মাদক কারবারসহ কিশোরগ্যাং পরিচালনা করা হয়। ওই কিশোরদের ব্যবহার করে নানা অপরাধ করায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ঢাকা

বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

Published

on

বৈদ্যুতিক

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক মানসিক ভারসাম্যহীন যুবক ওঠে পড়ায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ২ ঘণ্টা বন্ধ ছিলো।

বুধবার (২৬ জুন) সকালের দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ওই যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইটনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক আলমগীর হোসেন (৩০) ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে। বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এই যুবক মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন নামের ওই যুবক। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। এ ঘটনার খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার অভিযানে নামেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

মুশফিকুর রহমান জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।

Advertisement

মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এই ঘটনায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। ওই যুবককে উদ্ধারের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

কেএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

ফতুল্লায় তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Published

on

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, ফতুল্লা বাজারের পাশে একটি জাহাজে আগুন লেগেছে। তারা বেলা ১টা ৩২ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পান এবং বেলা ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এবং আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

মাইক্রোবাসের ওপর উল্টে গেল ধানবোঝাই ট্রাক

Published

on

ধানবোঝাই

রাজধানী ঢাকার ধানমন্ডিতে মাইক্রোবাসের ওপর উল্টে গেছে ধানবোঝাই একটি ট্রাক। এতে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়।

বুধবার (২৬ জুন) ভোর ৫টার দিকে ৩২ নম্বর (রাসেল স্কয়ার) মোড়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দু’টি সরিয়ে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশ জানায়, ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাইক্রোবাসটি পান্থপথের দিক থেকে এসে রাসেল স্কয়ার মোড় পার হচ্ছিল। এসময় শ্যামলী-আসাদগেটের দিক থেকে আসা ট্রাকটি সাইন্সল্যাবের দিকে যাওয়ার জন্য রাসেল স্কয়ার মোড় পার হওয়ার সময় মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এরপরই মাইক্রোর উপর ট্রাকটি উল্টে যায়।

ধানের বস্তাসহ ট্রাকটি উল্টে গেলে বস্তা থেকে ধান সড়কে ছড়িয়ে পড়ে। এতে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে স্থানীয়রা ও পুলিশ সড়কে পড়ে থাকা ধান সরিয়ে নেয়। এরপর গাড়ি দুইটিকে রেকার লাগিয়ে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় যানবাহন দু’টিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তারা অক্ষত আছেন।

Advertisement

কেএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত