Connect with us

বাংলাদেশ

মুক্তিপণের বিষয়ে জিম্মি জাহাজের মালিকপক্ষ সর্বশেষ যা জানালো

Avatar of author

Published

on

গেলো ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হয়। এর পরে নাবিকদের মুক্তির বিষয়ে জলদস্যুদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে আলাপ আলোচনা শুরু করে জাহাজটির মালিক কবির গ্রুপ। আলোচনা শুরুর পরপরই দেশের কয়েকটি গণমাধ্যমে ‘মুক্তিপণ চূড়ান্ত হয়েছে’ শীর্ষক খবর ফলাও করে প্রচার করা হয়। তবে জাহাজটির মালিক কবির গ্রুপ বলছে মুক্তিপণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম

মিজানুল ইসলাম বলেন,  ‘জলদস্যুরা যে তৃতীয়পক্ষ নিয়োগ করেছে, তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা জানতে পেরেছি, আমাদের (জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ) সঙ্গে দর কষাকষি করে মুক্তিপণ চূড়ান্ত হয়েছে- এমন খবর প্রচার হচ্ছে। তবে এমন কোনো বিষয় আমার জানা নেই। যেহেতু মালিকপক্ষের হয়ে আমি গণমাধ্যমে কথা বলছি, তাই দৃঢ়ভাবে বলতে পারি আমি এমন কিছু জানায়নি।’

গেলো ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৫৭০ ন্যাটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। দস্যুদের কাছে জিম্মি হয় ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু।

জিম্মি জাহাজটি এখন সোমালিয়ার পান্টল্যান্ড প্রদেশের নুগাল অঞ্চলের জিফল উপকূলের দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। অদূরেই মোতায়েন করা আছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ। তবে যে কোনো ধরনের অভিযান থেকে বিরত থাকতে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে তারা সে পথে এগোয়নি।

Advertisement

 

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ হস্তান্তর

Published

on

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। এসময় গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) ওই প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, এ ধরণের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিশ কার্যক্রমের ফলে কর্মজীবী মহিলারা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি দূরদর্শী দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী এ পণ্য বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

ভ্রাম্যমাণ স্পট গুলো হলো: ১) মিরপুর ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভী হেডকোয়াটার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয়ের দক্ষিণ গেট, ৪) মিরপুর ডিওএইচএস ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনী, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়াটার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিস সংলগ্ন, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনী, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮ ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর। এছাড়া অনলাইন, ই- কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

উল্লেখ্য, মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে স্থায়ীভাবে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্রগ্রাম মৎস্য বন্দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরের ১৬ টি স্পটে ৬ টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

বাংলাদেশ

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

Published

on

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন অন্তত ৪০ জন। এখনো সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

প্রজন্মের সেরা ব্যাটার কোহলি, মন্তব্য যুবরাজের

Published

on

ভিরাট কোহলিকে দারুণ প্রশংসায় ভাসালেন যুবরাজ সিং।  কোহলি এমন একজন, যাকে প্রশংসা করার সুযোগ সবাই পায়।  এই যুগের সেরা ব্যাটার হিসেবে কোহলিকে চিহ্নিত করলেন যুবরাজ।  ভারতের এই সাবেক ব্যাটারের ঝুলিতেও আছে চমৎকার সব অর্জন।  কোহলির সাথে সতীর্থ হিসেবে খেলেছেন একসাথে।

 

আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন কোহলি।  সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল।  দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আসন্ন বিশ্বকাপেও রাঙাতে চাইবেন এই তারকা ব্যাটার।

 

সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এই সংস্করণে কোহলির ষষ্ঠ বিশ্বকাপ।  এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো তিনি ২০ ওভারের বিশ্বকাপে অংশ নেন।  কোহলির ঝুলিতে ২০১১ ওডিআই বিশ্বকাপের মেডেল।  কিন্তু এরপর আর কোনো বিশ্বকাপ জয়ের সুযোগ হয়নি ভারতের, কোহলিরও।

Advertisement

 

সাবেক ব্যাটার যুবরাজ মনে করছেন, “সে অবশ্যই এই যুগের সব রেকর্ড ভেঙে ফেলবে।”

 

তিনি আরও যোগ করেন, “এই প্রজন্মের সেরা ব্যাটার, আমি মনে করি, সব সংস্করণেই।  এবং আমি এটাও মনে করি যার একটি বিশ্বকাপ মেডেল দরকার।  তার একটি আছে।  আমি নিশ্চিত সে একটি দিয়ে সন্তুষ্ট নয়।”

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত