Connect with us

বাংলাদেশ

বলিউড অভিনেতাদের কার উচ্চতা কত

Published

on

বলিউড সিনেমা জগতে কাজ করার জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, অভিনেতা মানে চোখের সামনে বলিষ্ঠ দেহ ও সুউচ্চতাসম্পন্ন কোনও ব্যক্তির কথা মাথায় আসে। বিগ-বি, জুনিয়র বচ্চন, সোনু সুদ, ববি দেওল, হৃতিক রোশন-সহ হাতেগোনা কয়েক জন অভিনেতার উচ্চতা ছয় ফুটের বেশি।

ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকা রয়েছেন, যাদের উচ্চতা অনেকটাই কম। তবুও ‌তাঁরা শুধু মাত্র দক্ষ অভিনয়ের মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। এই তালিকায় রয়েছেন আমির খান থেকে সালমান খান, রণবীর সিংহ থেকে শহিদ কাপূর এবং আরও অনেকেই।

বলিউডের ‘কিং খান’-এর উচ্চতাও অনেকটা কম। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। বড় পর্দার আগমনের মাধ্যমে নয়, দর্শকদের মন শাহরুখ জয় করতে শুরু করেছিলেন অনেক আগে থেকেই। ছোট পর্দায় ‘ফৌজি’, ‘সার্কাস’ প্রভৃতি হিন্দি ধারাবাহিকে তাকে প্রথম দেখা যায়। ১৯৯২ সালে ঋষি কাপূর ও দিব্যা ভারতীর সঙ্গে তিনি বড় পর্দায় প্রথম অভিনয় করেন। তবে, তাঁর উচ্চতা ছয় ফুটের চেয়ে অনেকটা কম। বলিউডের ‘বাদশাহ’-র উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

ভারতীয় চলচ্চিত্র জগতের ‘পারফেকশনিস্ট’ হিসাবে সুনাম রয়েছে আমির খানের। তিন দশক ধরে তিনি বলিউডের একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন। ইন্ডাস্ট্রির ‘পারফেকশনিস্ট’ হলেও উচ্চতার দিক থেকে তিনি ছয় ফুটের গণ্ডি পেরোতে পারেননি। তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। বলিউডের সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন অভিনেতাদের তালিকায় আমির তৃতীয় স্থানে রয়েছেন।

অভিনেতা নয়, কেরিয়ারের প্রথম জীবনে ‘দিল তো পাগল হ্যায়’, ‘তাল’-এর মতো হিট ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের ভূমিকা পালন করেছিলেন শহিদ কাপূর। ২০০৩ সালে ‘ইশক ভিশ্‌ক’ সিনেমা থেকে তার যাত্রা শুরু। বলিউডের ‘কবীর সিং’-এর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি।

Advertisement

শুধু সিনেমায় অভিনয় নয়, তার ছবিতে গান গেয়েও বড় মাপের গায়কদের টেক্কা দিচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি যে ছবিগুলিতে অভিনয় করেন, সেগুলি দর্শকদের মনে কোথাও গিয়ে প্রশ্ন তোলে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত ‘অনেক’ ছবিটি। উত্তর-পূর্ব ভারতে সৃষ্ট জটিল পরিস্থিতির উপর এই ছবিটি বানানো হয়েছে। অভিনয় ও গায়ক হিসেবে বলিউডের শীর্ষ স্থানে থাকা আয়ুষ্মানের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

‘গ্যাঙ্গস্ অব ওয়াসিপুর’-এর সর্দার খান থেকে ‘ফ্যামিলি ম্যান’-এর শ্রীকান্ত— সিনেমা হোক বা ওয়েব সিরিজ, যে চরিত্রেই মনোজ বাজপায়ী অভিনয় করেছেন, সেই চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। ২০১৯ সালে ‘পদ্মশ্রী’ প্রাপ্ত এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

নব্বইয়ের দশকে প্রচুর হিট ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান। হাস্যরস ও নাটকীয়তায় পরিপূর্ণ কোনও চরিত্রই হোক বা কোনও ঐতিহাসিক চরিত্র— সব চরিত্রকেই বড় পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই রাজপুত অভিনেতার উচ্চতাও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি।

৩০ বছরেরও বেশি বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেতা। সালমান খান থেকে ভক্তদের ‘ভাইজান’ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে হিন্দি ছবির প্রযোজনাও করেন তিনি। বলিউডের ‘ব্যাচেলর’ সলমনের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।

বি-টাউনে আগমন মাত্র ১২ বছর। এরই মধ্যে পেশোয়া বাজিরাও থেকে আলাউদ্দিন খলজী, এমনকি কপিল দেবের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় বিরাজ করছেন রণবীর সিংহ। বলিউডের ‘গাল্লি বয়’-এর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

Advertisement

‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে। কমেডি সিনেমার প্রচলিত মুখ কার্তিক আরিয়ান। এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন বরুণ ধাওয়ান। কমেডির চরিত্রেই হোক বা কোনও গুরুগম্ভীর চরিত্রে— বরুণ সব চরিত্রেই দক্ষতার সঙ্গে অভিনয় করেন। ডেভিড-পুত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি।

বহু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছেন রাজপাল যাদব। তবে উচ্চতার দিক দিয়ে বিচার করলে সবচেয়ে নীচে তারই নাম রয়েছে। রাজপালের উচ্চতা পাঁচ ফুট ২ ইঞ্চি।

Advertisement

আইন-বিচার

অভিনেত্রী হিমুর বয়ফ্রেন্ড রাফির বিরুদ্ধে প্রতিবেদন ১ জুলাই

Published

on

হিমু,-রাফি

ছোটপর্দার অভিনেত্রী হোমায়রা হিমুকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেপ্তার তার বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন রাফির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৩ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি আদালতে প্রতিবেদন দাখিলে ১ জুলাই ধার্য করেন।

এর আগে ২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২২ নভেম্বর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় নাহিদ আক্তার অভিযোগ করেন, হিমুর বয়ফ্রেন্ড রাফি। ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝে-মধ্যে রাতযাপন করতেন। ১ নভেম্বর রাফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়।

Advertisement

এছাড়া ২০২৩ সালের ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রাফি বাসায় এসে কলিংবেল দেন। ওই বাসায় থাকা মেকআপম্যান মিহির দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রাফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন, আপনিতো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান।

মিহির সঙ্গে সঙ্গে রুমে গিয়ে হিমুকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। রুমে থাকা দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন রাফি হিমুর ব্যবহৃত মোবাইল দুটি কৌশলে নিয়ে চলে যান। মামলার পর জিয়াউদ্দিন রাফিকে গ্রেফতার করা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।

 

এসি//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আইন-বিচার

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে রাখার বৈধতা নিয়ে রায় আজ

Published

on

হাইকোর্ট

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বিষয়ে আজ সোমবার (১৩ মে) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। ওই রিট শুনানি করে ২০২২ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।

রিট আবেদনকারী হলেন চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুর বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম।

এরপর গেলো বছরের ৫ এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা কেন বেআইনি হবে না এবং কেন জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই বছরের ১২ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত বিধান নেই। এ জন্য ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়।

Advertisement

তিনি আরও বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। এসব প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১২ বছর পার হয়ে যায়। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কনডেম সেলে বন্দী রাখা হয়। অথচ অনেকের পরবর্তীতে সাজা কমে। অনেকে খালাসও পান।

 

এসি//

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

রাতে কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আব্দুল্লাহ

Published

on

সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে সোমবার (১৩ মে) রাতে কুবুবদিয়াতে পৌঁছাতে পারে। সেখানে আংশিক পণ্য খালাস হবে।

মঙ্গলবার (১৪ মে) বিকালে বোট বা লাইটার জাহাজে নাবিকদের আনা হবে জেটিতে।

রোববার (১২ মে) জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জাহাজটি এখন দেশের উপকূলের কাছাকাছি রয়েছে। সবাই বাড়িতে পৌঁছে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Advertisement

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, কুতুবদিয়ায় কিছু চুনাপাথর আনলোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে জাহাজটি। সোমবার (১৩ মে) সন্ধ্যা নাগাদ ২৩ নাবিক নিয়ে জাহাজটি কুতুবদিয়াতে পৌঁছার কথা রয়েছে।

তিনি বলেন, আমরা যতটুকু জানি জাহাজে থাকা সব নাবিক সুস্থ রয়েছেন। তারা কুতুবদিয়াতে পৌঁছানোর পর পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা বলতে পারব।

সংযুক্ত আরব আমিরাত থেকে এমভি আব্দুল্লাহ আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে।

উল্লেখ্য, সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এই এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়।

মুক্তির পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে জাহাজটি।

Advertisement

টিআর/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত