Connect with us

ঢাকা

লকডাউনের প্রথমদিনে মোহাম্মদপুর ও ধানমন্ডি রাস্তাঘাট ফাঁকা

Published

on

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে কিছু বিধিনিষেধ আরপ করা হয়েছে তার মধ্যে সারাদেশে সকল সরকারি, বেসরকারি, স্বায়িত্বশাষিত অফিস, গণপরিবহণ, শপিংমল বন্ধ থাকবে।

রাজধানীতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন মূল সড়ক ও এলাকার পাড়া-মহল্লায় তেমন কোনো লোকসমাগম দেখা যায়নি। গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তাঘাট আরও ফাঁকা দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মত ছিলো।

বেলা ১১টা মোহাম্মদপুর বাসস্টান্ডে যেয়ে দেখি বেশ কয়েকটি রিকশা দাড়িয়ে আছে, যাবো কাওরান বাজার। মনেমনে ভাবলাম আজ থেকে তো কঠোর লকডাউন আজতো রিকশা ভাড়া অনেক নিবে। তবে রিকশাওয়ালাদের দেখে মনে হচ্ছিলো তারা যাত্রী খুব একটা পাননি। একটা রিকশাওয়ালা বললাম কাওরানবাজার যাবেন? যেতে রাজি হলো ভাড়া ১২০ টাকা নিবে ৮০ টাকা দিবো বললাম রাজি হলো না। অন্য আরেকটি রিকশাওয়ালাকে বললাম ৯০ টাকায় যেতে রাজি হলো।

রিকশা চলতে শুরু করলো। রাস্তাঘাট ফাঁকায় ছিলো। মানুষের উপস্থিতি একেবারে কম ছিলো। হাতেগনা কয়েকটা ঔষধের দোকান আর খাবারের হোটেল ছাড়া কোন দোকান খোলা ছিলো না।

টাউনহল, আসাদগেট পার হয় অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কোন সদস্য চোখে পড়েনি। রাস্তায় রিকশা, এমবুলেন্স ও কিছু ব্যাক্তিগত ছাড়া কোন যানবাহন ছিলো না। আসাদগেট পার হয়ে আড়ং এর সামনে দুইজন ট্র্যাফিক ও সার্জেন্ট দেখলাম এছাড়া কোন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যকে দেখা যায়নি। ধানমন্ডি ২৭ ও ধানমন্ডি ৩২ পার হয়েও কাউকে দেখা যায়নি। কাওরান বাজারে এসে চোখে পড়ে পুলিশের একটি পোস্ট বসানো হয়েছে। সবাইকে জেরা করা হচ্ছে, যারা সঠিক কারণ দেকাতে পারছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।  

Advertisement

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ২১টি শর্ত দেয়া হয়েছে।

রাইদুল শুভ

Advertisement
Advertisement

ঢাকা

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

Published

on

রাজধানীর নয়াপল্টনে মিডওয়ে হোটেল গলিতে, হক বে শোরুমের সামনে পরিত্যাক্ত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সানি (১৬) নামের এক কিশোর আহত হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী জানান, তিনি ওই কিশোরকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর আগে ওই কিশোর ভাঙারি টোকাতে গিয়ে একটি পরিত্যক্ত প্লাস্টিকের শপিং ব্যাগ পায়, এ সময় সেটি ধরার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে ডান হাত ও শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারে  আহত হয়।

আহত সানি জানায়, সে ভাঙারি টোকানোর সময়। সেখানে একটি পরিত্যক্ত পলিথিনের শপিং ব্যাগ পেয়ে সেটি ওঠাতে গিয়ে বিস্ফোরণ হয়। সানি কাকরাইল এলাকার ফুটপাতে থাকে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামে।

প্রসঙ্গত, বিস্ফোরণস্থলের খুব কাছেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

নগরের মানুষ খালে কী ধরনের জিনিসপত্র ফেলে-দেখালো ডিএনসিসি

Published

on

ময়লা প্রদর্শনীতে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি সোফা, সুটকেস,কমোড ও রিকশা। তোশক, বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন কোন খাল, লেক বা ড্রেন থেকে কোন ময়লা-আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে। বললেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১১ মে) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে ব্যতিক্রমধর্মী বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধনকালে  এসব কথা বলেন আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ময়লা-আবর্জনার প্রদর্শনী  প্রথমবারের মতো আয়োজন করা হলো। খাল পরিষ্কার করতে গিয়ে ডিএনসিসি অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছে। প্যারিস খাল, লাউতলা খাল, গুলশান লেকে দেখা গেলো অভিজাত এলাকার অভিজাত সব ময়লা। তখন তাঁর কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা যাক। যেন মানুষ এগুলো দেখে নিজেরা সচেতন হয়।

যত্রতত্র ময়লা ফেললে হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, এখন থেকে কেউ খালে ও ড্রেনে বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলাবদ্ধতার জন্য ১০টি অঞ্চলে ১০টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যার হটলাইন নম্বর ১৬১০৬। কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে ফোন করলেই কুইক রেসপন্স টিম সাথে সাথেই চলে যাবে। বিষয়টি সমাধান করবে।

প্রসঙ্গত, শুরুতে তিন দিনের কথা থাকলেও। এ প্রদর্শনী  আগামী ৭ দিনব্যাপী (১৮ মে) চলবে।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢাকা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে

Published

on

বাতাস

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ ১৭তম স্থানে রয়েছে ঢাকা।

শনিবার (১১ মে) সকালে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৮৯। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘মধ্যম বা সহনীয়’ বলা হয়।

মিসরের কায়রো, ইরাকের বাগদাদ ও ভারতের দিল্লি যথাক্রমে ২১২, ২০৮ ও ১৯৩ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

বায়ু বিশেষজ্ঞরা বলেন, শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১ থেকে ১০০ ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে।

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: বেঙ্গল টেলিভিশন লিমিটেড , ৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন : 01878-184154, ই-মেইল : contact.bayannotv@gmail.com
© 2023 bayanno.tv

কারিগরি সহায়তায় Build it