আর্কাইভ থেকে বাংলাদেশ

ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নে ভোট ৩১ জানুয়ারি

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব হুমায়ুন কবীর জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে ষষ্ট ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ইসি সচিব জানান, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন