লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন
জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ এ বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শিকার করেছেন ৫ উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।
এমন পারফর্মের পর এবার শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন এই টাইগার পেসার। ডাম্বুলা অরা তাসকিনকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে।
জানা গেছে, আগামী ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএল। চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর এই সময়ে বাংলাদেশের কোনো সূচি নেই। তবে ফাঁকা এই সময়ে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। তাই এই সময়ে লঙ্কান লিগে তাসকিন খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।