আর্কাইভ থেকে লাইফস্টাইল

তালা খুলবে চাবি ছাড়াই...

হঠাৎই দেখলেন বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা পুরনো বাক্সের চাবি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উপায় না পেয়ে ভেঙে ফেলতে হয় তালা। না, সেটার দরকার নেই। কায়দা জানলে চাবি ছাড়াই ওই ছোট তালা খুলে ফেলা যায়।

নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এ কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলার যায় রইলো সেই পদ্ধতি-

প্রথমেই দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।

সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেয়া হলে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

দেয়াশলাই

এ সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

এ বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

চাবি হারানোর ঘটনা সকলের জীবনেই ঘটে। এখন দেখা যাচ্ছে চটজলদি এ সমস্যার সমাধানও সম্ভব। তার জন্য যেতে হবে না পেশাদার কারও কাছে। কাজটি নিজেই করে ফেলতে পারবেন। তবে খুবই সাবধানে করতে হবে কাজটি। খেয়াল রাখতে হবে শিশুরা যেন কাছাকাছি না থাকে। আর ভয় করলে না করাই ভাল। আরও একটা কথা। এই ভাবে শুধু ছোটখাটো তালা খোলাই সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন