খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিয়েছে তার ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে।
গেলো কয়েক দিন ধরেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক চলছে। সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারে বলে গুঞ্জন চলছিল। এসব গুঞ্জনের মধ্যেই গতকাল আইন মন্ত্রণালয় তাদের মতামত জানিয়ে দেয়। সেখানে তারা খালেদার আবেদনে সাড়া দেয়নি।
ভিসানীতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো তালিকা পায়নি।
এ সময় সমাবেশ করার জন্য বিএনপিকে আইন মেনে চলার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
টিআর/