দীপিকাকে কপি করায় 'কপি ক্যাট' তকমা পেলেন আলিয়া!
রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ শুক্রবার ১ ডিসেম্বর মুক্তি পয়েছে। বৃহস্পতিবার ৩০ নভেম্বর ছিল ছবির বিশেষ স্ক্রিনিং। সপরিবারে ছবি দেখতে আসেন রণবীর কাপুর। মা নীতু কাপুর, স্ত্রী আলিয়া ভাট ছাড়াও সঙ্গে ছিলেন শাশুড়ি ও শ্যালিকা। মায়ের হাত ধরে সিনেমা হলে ঢোকেন রণবীর। আলিয়া অবশ্য ঢোকেন তার মা-দিদির সঙ্গে। রণবীরের ছবি দেখতে গিয়ে আলিয়ার সাজগোজে দীপিকার সঙ্গে মিল পেলেন নেটাগরিকরা। জুটল নকলনবীশের তকমা।
রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’ নিয়ে অনেক উচ্ছ্বসিত আলিয়া। ট্রেলার মু্ক্তির পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ তিনি। রণবীরের সঙ্গে রং মিলান্তি করে কালো রঙের স্যুট পরেন আলিয়া। সঙ্গে সাদা টি-শার্ট। যেখানে রণবীরের ‘অ্যানিম্যাল’ ছবির অর্জুন চরিত্রের মুখ আঁকা। তবে, আলিয়ার আগে দীপিকাকে দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির সময় স্বামী রণবীর সিং-ের মুখের ছবি আঁকা জ্যাকেট পরে সিনেমা দেখতে যান। এ বার সেই একই রকম কায়দায় ‘অ্যানিম্যাল’ দেখতে এলেন আলিয়া। দীপিকার সঙ্গে এই মিল দেখে নেটাগরিকদের অনেকেই অভিনেত্রীকে কপি ক্যাট-এর তকমা দিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে ‘শমশেরা’ মুক্তির সময় রণবীর পদবি লেখা টি-শার্ট পরে ছবি দেন। তবে এই প্রথম রণবীরে মুখের ছবি বুকে আঁকা আলিয়ার।