ওডিআই ছেড়ে ফ্র্যাঞ্চাইজিতে মনোযোগ দেয়ার ইঙ্গিত স্টার্কের
ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে মিচেল স্টার্কের আগ্রহ কমই দেখা যেত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যখন অন্যরা খেলছেন, তখন স্টার্ক নিজেকে সুরক্ষিত রেখেছেন জাতীয় দলের জন্য। তবে এবার কিছুটা ভাবনায় পরিবর্তন আনছেন এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। পরের আইসিসি ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এর আগে ওডিআই ক্রিকেট ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন স্টার্ক। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিতে আরো মনোযোগ বাড়াবেন, এমনটি ভাবছেন তিনি।
রবিবার অনুষ্ঠিত হয় আইপিএল ফাইনাল। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে দারুণ বোলিং করেছেন স্টার্ক। বাঁহাতি পেসারের সামনে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি খুব বেশি। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন তিনি।
স্টার্ক বলেন, "শেষ ৯ বছর আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি। আমি নিজের শরীরকে বিশ্রামের সুযোগ দিয়েছি এবং ক্রিকেট থেকে দূরে গিয়ে স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটিয়েছি। আমার মননে এটাই ছিল গত ৯ বছর ধরে।"
ক্যারিয়ারের শেষের দিকে আছেন এই বোলার। তা বলা যায় নিশ্চিতভাবে। তিনি নিজেও তা খোলাসা করলেন আলোচনায়, "আচ্ছা দেখুন, আমি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে গেছি। একটা ফরম্যাট হয়তো বাদ দেব। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে অনেক সময় বাকি এবং এই ফরম্যাটটা আমি চালিয়ে যাব কি না...এটা হয়তো আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খুলে দেবে।"
এর আগে ২০১৫ সালে আইপিএল খেলেছেন স্টার্ক। এরমধ্যে আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেননি তিনি। তবে এবার আর সেরকম ভাবছেন না তিনি। সাধারণত ক্যারিয়ারের শেষ দিকে এলে খেলোয়াড়েরা নানা চিন্তাভাবনা করতে থাকেন। তাদের পরিবার নিয়ে ভাবনা বেড়ে যায়। পাশাপাশি সামনে কীভাবে নিজেদের সামনের সময়গুলো কাটাবেন, অর্থনৈতিক নিরাপত্তা কীভাবে অর্জন করবেন- এমন চিন্তাও চলে আসে। স্টার্ক হয়তো সেভাবেই ভাবছেন, পাশাপাশি ক্রিকেটের সাথেও থাকতে চাচ্ছেন।
এম/এইচ