জাতীয়

যারা গুজব ছড়ায় তাঁরা মানসিকভাবে অসুস্থ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৮১ সালে তিনি দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে, সবসময় তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। এতে তাঁর কিছু যায় আসে না। এ ধরণের গুজব ও সমালোচনা একটা শ্রেণির এক ধরনের মানসিক অসুস্থতা।

রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গুজবকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা  বলেন, এর আগের সফরে তিনি ভারত গেলেন। তখন বলা হল, তিনি  দেশ বিক্রি করে এসেছেন। এবার চীনে গেলেন। এবারও গুজবকারী বলছে তিনি নাকি কিছুই পাননি।

চীন সফরে কোন প্রাপ্তি নেই এমন সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সফরে ২১টি সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্রে সই করা হয়েছে। যারা এসব বলে বেড়াচ্ছে,তাঁরা জেনে বুঝে বলে? নাকি তাকে হেয় করার জন্য?  তিনি এসব সমালোচনা খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না।

চীন সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তিনি বলেন, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এর জ্বর ছিল। তাঁর সঙ্গে যেতে পারেনি। তিনি একজন মা। আর ১১ তারিখেই তো তিনি এসেছেন। আগে বিকেলে আসার কথা ছিল, তাঁর বদলে তিনি সকালে এসেছেন। ছয় ঘণ্টার মধ্যেই এত তোলপাড়! বিদেশ সফর সংক্ষিপ্ত করে তার দেশে ফিরে আসা এটাই নতুন নয়, বহুবার এমন হয়েছে।

প্রসঙ্গগত, গেলো ৮ জুলাই চারদিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন