তথ্য-প্রযুক্তি

গুগলের নতুন এআই : মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করার সক্ষমতা

ছবি: সংগৃহীত

বর্তমানে এআই প্রযুক্তি বিশ্বের প্রতিটি ক্ষেত্রে ব্যপক প্রভাব ফেলছে। তবে একটি বড় চ্যালেঞ্জ ছিল এআইয়ের যুক্তি-নির্ভর কাজ করতে না পারা।  এবার এ সমস্যা সমাধানে নতুন এক উদ্যোগ নিয়েছে গুগল

গুগল এমন এক এআই সফটওয়্যার তৈরি করছে, যা মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম হবে।  এর ফলে জটিল গাণিতিক সমস্যা সমাধান করা থেকে শুরু করে দ্রুত প্রোগ্রামিং করা সম্ভব হবে

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এই সফটওয়্যারটি তৈরি করছে।  এ সফটওয়্যারে ‘চেইন অব থট প্রম্পটিং’ কৌশল ব্যবহার করা হচ্ছে, যা যেকোনো সমস্যার একাধিক সমাধান বিবেচনা করে মানুষের মতো যুক্তির ভিত্তিতে সঠিক ফলাফল দেবে

গুগল এআইয়ের প্রধান ডেমিস হ্যাসাবিসের নেতৃত্বে তৈরি করা হচ্ছে এই সফটওয়্যারটি। বাজার বিশ্লেষকরা বলছেন, এই উন্নয়নের মাধ্যমে গুগল এবং ওপেনএআইয়ের মধ্যে নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে যাচ্ছে।  ওপেনএআই সম্প্রতি উন্নত প্রযুক্তির একটি এআই মডেল আনার ঘোষণা দিয়েছে, যা মানুষের মতো বিচারবুদ্ধি ব্যবহার করে কাজ করবে

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন