আন্তর্জাতিক

নির্বাচনের ফলাফল সম্পর্কিত ট্রাম্পের বিরুদ্ধে সেই মামলা বাতিল

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পাল্টে দেওয়ার অভিযোগ এনে ডোনাল্ড  ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট আদালতের বিচারক তানিয়া চুটকান ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলাফল বেআইনিভাবে পাল্টে দেওয়ার অভিযোগ দ্রুত বাতিল করে দেন।

আসছে  ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তখন তার বিরুদ্ধে কোনো ফেডেরাল ফৌজদারি অভিযোগ থাকবে না

যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ আদালতে পেশ করা এক ফাইলিং-এ স্বীকার করেন, জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার মন্ত্রণালয়ের দীর্ঘস্থায়ী রীতি অনুযায়ী তারা ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করে না।

আদালতে আরেকটি ফাইলিং-এ স্মিথ একটি অপেক্ষামান আপিল থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলার জন্য আটলান্টার আপিল আদালতকে অনুরোধ করেন।

ওয়াশিংটনের মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের নির্বাচনের ফলাফলে যখন দেখা যায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয় পেতে চলেছেন তখন রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্য কর্মকর্তাদের ওপর চাপ দিয়েছিলেন ফলাফল পাল্টে দিতে।

প্রসিকিউটররা জাজ চুটকানকে অনুরোধ করেন মামলা ‘উইদাউট প্রেজুডিস’ বাতিল করতে, যার ফলে ২০২৯ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হবার পর অভিযোগগুলো তার বিরুদ্ধে পুনর্জীবিত করার রাস্তা খোলা থাকবে।

ট্রাম্পের বড় আইনগত বিজয়

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, মামলা পরিচালনাকারি স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ-এর পক্ষে কাজ করা প্রসিকিউটরদের এই পদক্ষেপ রিপাবলিকান দলের নব-নির্বাচিত প্রেসিডেন্টের জন্য বড় এক আইনগত বিজয়। ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনে জয়লাভ করেন।

১৯৭০-এর দশক থেকে জাস্টিস ডিপার্টমেন্টের নীতি অনুসরণ করা হচ্ছে।  এই নীতি অনুযায়ি,  ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে বিচারের মুখে দাঁড় করালে তা যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করা হবে, কারণ এর ফলে তিনি দেশের প্রধান নির্বাহী হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবেন না।

নির্বাচন বানচাল করার অভিযোগ সংক্রান্ত মামলা তুলে নেওয়ার অনুরোধে প্রসিকিউটররা বলেন, ডিপার্টমেন্টের নীতি অনুযায়ী, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগেই মামলা বাতিল করতে হবে।

প্রসিকিউটররা মামলা বাতিলের অনুরোধ করে ফাইলে লেখেন, এই ফলাফল অভিযুক্তর বিরুদ্ধে আনা মামলার গুনগত মান বা মামলার ন্যায্যতার ওপর ভিত্তি করে হয়নি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন