সৌদিতে শিগগিগরই মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সৌদি আরবে শিগগিরই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা অংশ নেবেন। তবে ইউক্রেনের কোনো প্রতিনিধি এই বৈঠকে থাকছেন না।
রোববার(১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে।
মূলত ইউক্রেন যুদ্ধের অবসানে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা শিগগিরই সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।
এই পরিকল্পনার বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের করা অনুরোধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গেলো ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ট্রাম্প খুব দ্রুত ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
এমআর//