মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এতে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং হামলার প্রতিবাদে আজ রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও এরই মধ্যে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে।
জানা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে মানুষ আসছেন। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ফিলিস্তিনে আজ যেই নির্মমতা চলছে আমরা এখান থেকে তাদের পক্ষে কিছুই করতে পারছি না। সে কারণে অন্তত তাদের পাশে যে আমরা আছি, তা বোঝাতেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি।
নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো এবং বিশ্ববাসীকে তাদের অধিকার রক্ষায় সোচ্চার করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা, সারাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন।
ইতোমধ্যে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনেরা এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নিচ্ছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক কর্মসূচিতে সভাপতিত্ব করবেন।
এসি//