ইরানে ভয়াবহ বিস্ফোরণে ৪ জনের মৃত্যু
ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজ–এর কিয়ানশহর এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আহভাজ পৌরসভার অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওই বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শহরের গ্যাস সঞ্চালন ব্যবস্থায় গ্যাস লিকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে, ফার্স নিউজ এজেন্সির খবরে জানানো হয়, দক্ষিণ ইরানের বন্দরনগরী বান্দার আব্বাস–এ মুআল্লেম বুলেভার্ডের একটি গলিতে অবস্থিত আটতলা ভবনে অজ্ঞাত কোনো পদার্থ বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এই বিস্ফোরণে ভবনের পাশে রাখা ১০টির বেশি গাড়ি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এমএ//