আর্কাইভ থেকে বাংলাদেশ

আটকে থাকা ফেরি তীরে, চলাচল স্বাভাবিক

সাড়ে ৫ ঘণ্টা পর রাজবাড়ীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ ভোর ৫টা থেকে কুয়াশার বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্য পন্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ রাখা হয়।পরে কুয়াশার  কমে এলে সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন