মেক্সিকোতে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ
জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করে বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করেছে মেক্সিকো।
আজ রোববার (১৫ জানুয়ারি)সম্প্রতি এই আইন কার্যকর হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০২১ সালে মেক্সিকোতে ধূমপান নিয়ে এ আইন অনুমোদন দেয়া হয়। এবার তা কার্যকর হলো। এতে শাস্তিরও বিধান রাখা হয়েছে।
লাতিন আমেরিকার অনেক দেশই এর আগে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধের আইন করে। তবে মেক্সিকোর আইনটি সবচেয়ে কঠোর বলে বিবেচনা করা হচ্ছে।
দেশটিতে ২০০৮ সালের আইন অনুযায়ী, বার, রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ রয়েছে। এবার আইন হলো জনসমাগম হয়, এমন কোনো স্থান নিয়ে।
নতুন আইনে তামাকজাতীয় পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে দোকানের ভেতরও রাখা যাবে না সিগারেট।
এ ছাড়া ভেপস ও ই-সিগারেটের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিশেষ করে আবদ্ধ জায়গায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ধূমপান নিয়ে এমন নিষেধাজ্ঞা দেয়ায় মেক্সিকো সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। তবে কোনো কোনো পক্ষ থেকে এই আইনের বিরোধীতা করে সমালোচনা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর তামাকবিরোধী আইনের ফলে এখন থেকে মেক্সিকোতে কেউ আর বাইরে ধূমপান করতে পারবে না। তবে বাড়ি অথবা ব্যক্তিগত কোনো জায়গায় এই আইন না মানলেও চলবে।