আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। করোনায় বিশ্বে এখন পযন্ত মারা গেছে ৪০ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে একদিনেই মারা গেছে সাড়ে আট হাজারের বেশি। নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ লাখ। করোনা থেকে মোট সুস্থ হয়েছে ১৭ কোটি পৌনে ৩৫ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আবারও করোনায় একদিনে মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৪৫০ জন। নতুনভাবে ভাইরাসটি মিলেছে সাড়ে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে। বৃহস্পতিবারও ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে করোনার প্রকোপে মারা গিয়েছিল প্রায় দেড় হাজার মানুষ।

ইন্দোনেশিয়ায় গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ১২শ’ জনের বেশি। দেশটির আরও ৫৪ হাজার মানুষের শরীরে পাওয়া গেছে করোনা।

এদিন রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯৯ জন।

ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬০ জন। নতুন করে সংক্রমণ শনাক্ত আক্রান্ত হয়েছে ৩৮ হাজারের বেশি মানুষের শরীরে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে মারা গেছে ২৮৭ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন