নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হবো, জানতে চাই। এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার। বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ সোমবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাটি, এখানে অন্য কিছু হবে না। প্রার্থী যেই হোক নৌকার বাইরে যাবার কোনও সুযোগ নেই।
শামীম ওসমান বলেন, এতোদিন প্রচারণায় নামি নাই কষ্টে। আজ থেকে নৌকার সাথে নামলাম। এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা শেখ হাসিনার। এই নৌকা মুক্তিযুদ্ধের শহিদরে রক্তের।
আরও পড়ুন : নৌকার বাইরে যাবার কোনো সুযোগ নেই : শামীম ওসমান
এ আওয়ামী লীগ নেতা বলেন, কোনো দল-মতের কারণে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে।
শামীম ওসমান বলেন, সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে।