আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় কঠোর লকডাউনে যানবাহন চলাচল বৃদ্ধি

গাইবান্ধায় কঠোর লকডাউনে যানবাহন চলাচল বৃদ্ধি

কঠোর লকডাউনের ৭ম দিনে গাইবান্ধায় মানুষ ও যান চলাচল বৃদ্ধি পেয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জনসমাগমও।

জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেই জেলার বিভিন্ন সড়কে রিকশা, মোটরসাইকেল ও ইজিবা্ইক চলতে দেখা গেছে।

এদিকে বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬৭টি মামলায় ৪৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

ব্যবসায়ীরা একটু সুযোগ পেলেই তারা দোকানের অর্ধেক পাল্লা খুলে অবাধে বেচাকেনা করে বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে। এতে করে জেলা ও উপজেলা পর্যায়ে লোকজনের চলাচলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানসহ শহরতলি এলাকাগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দোকান কর্মচারী ও মালিকদের দাঁড়িয়ে থেকে ভীড় করতে দেখা যায়।

এদিকে উন্মুক্ত স্থানে কাচাবাজার বসানোর কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। শহরের পুরাতন বাজারে কেউ স্বাস্থ্যবিধি মানা তো দুরের কথা কেউ মাস্ক না পড়ে আগের মতই যথারীতি ভীড় করে কেনাকাটা করছে। শহরে জনসমাগম আগের চেয়ে অনেকগুণ বেড়ে যাওয়ায় মনেই হয় না যে লকডাউন চলছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | কঠোর | লকডাউনে | যানবাহন | চলাচল | বৃদ্ধি