আর্কাইভ থেকে বাংলাদেশ

অলিম্পিকে কে হবেন বোল্টের উত্তরসূরি?

অলিম্পিকে কে হবেন বোল্টের উত্তরসূরি?

উত্তাপ ছড়াতে শুরু করেছে অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। শনিবার নারী বিভাগের ফাইনাল। পরদিন উসাইন বোল্টের নতুন উত্তরসূরীকে খুজে নেবে অলিম্পিক অলিম্পিক। ফেভারিটের তালিকায় ট্রেভন ব্রমেল, আকানি সিমবাইন, আন্দ্রে দি গ্রেসি, রনি বেকারের মত তারকারা।
 
অলিম্পিকের অলঙ্কার অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্ট। গেল তিন আসর ধরে স্প্রিন্ট সাম্রাজ্যের একক অধিপতি ছিলেন উসাইন বোল্ট। লাইটেনিং বোল্টের অবসরে এবার সুযোগ মিলেছে অন্যদের। আসরের ফ্ল্যাগশিপ ইভেন্টে নতুন দ্রততম মানবকে খুজে নেয়ার অপেক্ষায় টোকিও অলিম্পিক। 

ট্রেভন ব্রমেল
সে তালিকার প্রথম সারিতে থাকবেন ট্রেভন ব্রমেল। সময়ের সেরা দৌড়বিদ যুক্তরাষ্ট্রের এ স্প্রিন্টার গত মাসেই ফ্লোরিডায় ১০০ মিটার অতিক্রম করতে সময় নিয়েছেন মৌসুম সেরা ৯.৭৭ সেকেন্ড। অলিম্পিক ট্রায়ালেও সবাইকে ছাড়িয়ে গেছেন ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে। রিও আসরে অষ্টম হওয়া এই স্প্রিন্টার দারুণভাবে লিখেছেন নিজের ঘুরে দাঁড়ানোর গল্প।

রনি বেকার
ইনজুরি থেকে ফিরে ভালো সময় পার করছেন স্বদেশী রনি বেকারও। বাছাইয়ে ব্রমেলের ঠিক পেছনেই ছিলেন। তবে স্টোকাহোম আর মোনাকো ডায়মন্ড লিগে ব্যাক টু ব্যাক জয় তাকে আশা দেখাচ্ছে টোকিওতে। 

আকানি সিম্বাইন
দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট আকানি সিম্বাইনকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে মৌসুমের দ্বিতীয় সেরা টাইমিং এ স্প্রিন্টারের। জিতেছেন ২০১৮ কমনওয়েলথ গেমস। ২০১৫ সালের পর থেকে দশ সেকেন্ডের কমে ১০০ মিটার পাড়ি দিয়েছেন ২৯ বার।

এছাড়াও আলো ছড়াতে প্রস্তুত ইয়োহান ব্লেক, আন্দ্রে দে গ্রেসির মত তারকা স্প্রিন্টাররা। তার আগে শনিবার হিটে অংশ নেবেন এসব অ্যাথলেটরা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন অলিম্পিকে | কে | হবেন | বোল্টের | উত্তরসূরি