আর্কাইভ থেকে এশিয়া

ফিলিস্তিনে জানাজায় সংঘর্ষ; ইসরায়েলের গুলিতে নিহত এক

ফিলিস্তিনে জানাজায় সংঘর্ষ; ইসরায়েলের গুলিতে নিহত এক

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন শাখাওয়াত খালিদ আওয়াদ নামে এক ফিলিস্তিনি তরুণ। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ১২ বছরের এক শিশুর জানাজার সময় সংঘর্ষে নিহত হন তিনি। এ ঘটনায় আহত হয় আরও কমপক্ষে ১২ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের বেইত ওমারে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান শাখাওয়াত খালিদ আওয়াদ। ২০ বছরের ফিলিস্তিনি তরুণের পেটে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দখলকৃত পশ্চিমতীরে ১২ বছরের এক শিশুকে কবর দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ফিলিস্তিনিরা।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করেছে তারা।

এর আগে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটেনের রয়টার্স জানিয়েছে, বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মোহাম্মদ আল-আলামি নামে ১২ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মারা যায়।

এর আগে গেল শনিবার মোহাম্মদ মুনির আল-তামিমি নামে ১৭ বছরের এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার একদিন আগে সে বেইত গ্রামে গুলিতে আহত হয় সে।

ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে গেল শুক্রবার বেইত গ্রামে জড়ো হয়ে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনে | জানাজায় | সংঘর্ষ | ইসরায়েলের | গুলিতে | নিহত | এক