আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানের জাওযানে বিমান হামলায় ২১ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানের জাওযানে বিমান হামলায় ২১ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানের জাওযান প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২১ জন সন্ত্রাসী। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শুক্রবার তালেবানের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।  

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, জাওযান প্রদেশের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই জানান, মুরগাব, হাসানতাবিন, আত্মা ও পার্শ্ববর্তী প্রদেশ সারিপুলের সংযোগ সড়কে অবস্থানকারী তালেবানদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

গেল মে মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন স্থান দখল করতে শুরু করেছে তালেবান।

এদিকে, হেরাত প্রদেশের দখল নিতেও মরিয়া তালেবান। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের কার্যালয়। জ্বালিয়ে দেওয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর গাড়িবহর। ক্ষতিগ্রস্থ হয়েছে হেরাতের জাতিসংঘের কার্যালয় প্রাঙ্গণ।

হামলায় নিহ হয়েছে জাতিসংঘ দপ্তরের এক নিরাপত্তারক্ষী। একে দুঃখজনক আখ্যা দিয়ে কারা দোষী তা নিশ্চিতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লিয়নস।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তানের | জাওযানে | বিমান | হামলায় | ২১ | সন্ত্রাসী | নিহত