আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্যে ৩ দেশি, ২ বিদেশি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ধারাভাষ্যে ৩ দেশি, ২ বিদেশি

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজকে সামনে রেখে ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। পুরো সিরিজে ধারাভাষ্য দিবেন মাত্র পাঁচজন। এর মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ৩ জন, আর বিদেশি ২ জন।
 
করোনাভাইরাস রুখতে ক্রিকেট অস্ট্রেলিয়া কঠোর বিধিনিষেধ মানছে। সেই বিধিনিষেধের প্রভাবেই অস্ট্রেলিয় ধারাভাষ্যকাররা এখন দেশের বাইরের কোনও সিরিজে সফর করছেন না। এর ফলে উইন্ডিজ সিরিজে ছিলেন না কোনো অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার। এবার থাকছেন না বাংলাদেশ সিরিজেও। 

তাই বলে কী এই সিরিজে বিদেশি ধারাভাষ্যকারের জায়গা খালি পড়ে থাকবে? না এমনটা হচ্ছে না। বিদেশি ধারভাষ্যকার হিসেবে থাকছেন ভারতের আনজুম চোপড়া ও শ্রীলঙ্কার পারভেজ মাহারুফ। বাংলাদেশি হিসেবে সাবেক ক্রিকেটার আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী ও মাজহার উদ্দিন অমি।

আগামী ৩ আগস্ট থেকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চারটি ম্যাচ। প্রতিটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশঅস্ট্রেলিয়া | সিরিজের | ধারাভাষ্যে | ৩ | দেশি | ২ | বিদেশি