আর্কাইভ থেকে বাংলাদেশ

সাংবাদিককে রামদা দিয়ে কোপ, বিচার দাবি

সাংবাদিককে রামদা দিয়ে কোপ, বিচার দাবি

গাজীপুরে শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আল আমিন গুরুতর আহত হয়েছেন। তিনি সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি।

এ ঘটনায় শনিবার (৩১ জুলাই) সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মদিনায় বসবাসরত প্রবাসী সাংবাদিক ইউনিটির সমন্বয়ে ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মো. আবুল বশির, প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি এম. ওয়াই

প্রবাসী সাংবাদিকরা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা আল-আমিনের ওপর হামলাকারীরা করেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করার দাবী জানান তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, সমাজে বিশৃঙ্খলাকারী অপরাধীরা নিজেদের আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে ও টার্গেট করে আল আমিনের ওপর হামলা করেছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

গেল ২৫ জুলাই সন্ধ্যায় শ্রীপুর চৌরাস্তার পশ্চিম পাশে মনিরের দোকানের সামনে মারামারি হচ্ছে খবর পেয়ে সেখানে যান আল আমিন। ওই সময় ভিডিও ধারণকালে  তার ওপর হামলা চালানো হয়।

আল আমিনের অভিযোগ করেন,  তাকে মারধরের একপর্যায়ে রামদা দিয়ে তাকে কোপ দেয়। এরপর তিনি মাটিতে পরে গেলে তাকে রড দিয়ে পেটানো হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিককে | রামদা | দিয়ে | কোপ | বিচার | দাবি