আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ডেলটায় বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে

ডেলটায় বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে

করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের কারণে ভেঙে পড়েছে বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস। তিনি বলেন, মহামারি শুরুর পর অন্যান্য ঢেউগুলো মোকাবিলা করতে পারলেও ডেলটার প্রভাবে নতুন এই ঢেউয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এশিয়ার করোনা পরিস্থিতি।

ডেলটার প্রভাবে শনিবার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়।

শনিবার রেকর্ড ১৮ হাজার ৯১২ জন নতুন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে থাইল্যান্ড। বেড়ে গেছে মৃতের সংখ্যাও। একদিনে দেশটিতে রেকর্ড ১৭৮ জনের মৃত্যু হয়েছে। মর্গগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় কন্টেইনারে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। থাইল্যান্ডে মহামারীতে মোট মারা গেছে ৪৮৫৭ জন।

করোনার ডেলটা ধরন ছড়ানোর পর বিশ্বের অন্য দেশগুলোর মতো পরিস্থিতির অবনতি হয়েছে জাপানে। দেশটিতে টানা দুই দিন সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজারের বেশি। সংক্রমণের সাপ্তাহিক গড় দ্বিগুণের বেশি বেড়েছে। শনিবার জাপানে শনাক্ত হয়েছে ১২ হাজার জন। এর মধ্যে রাজধানী টোকিওতেই চার হাজার ৬৮ জন।

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে বিপর্যস্ত মালয়েশিয়াও। মহামারির সবচেয়ে ভয়াবহ ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শনিবার করোনায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চসংখ্যক মানুষ। সরকারি হিসেবে দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৭৮৬ জন। একই সময়ে মারা গেছে ১৬৫ জন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম।

করোনায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় আগস্টের শেষ নাগাদ চলবে কঠোর বিধি নিষেধ। তবে দেশটির সিডনিতে চলছে লকডাউন বিরোধী বিক্ষোভ। বিক্ষোভ প্রতিরোধে গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে, করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়ানোর পর যুক্তরাষ্ট্রেও বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে অর্ধলাখের বেশি মানুষ। অথচ টিকা কর্মসূচি শুরুর পর কমেছিল করোনা সংক্রমণ। শিথিল করা হয়েছিল মাস্ক পরার নিয়মও।

ডেলটার প্রভাবে সংক্রমণ বাড়ছে কানাডায়। চতুর্থ ঢেউ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অন্যদিকে, ব্রিটিশ বিজ্ঞানীরা জানিয়েছে টিকা নেওয়ার পর শরীরে তৈরী প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমতে থাকে। তাই দেশগুলোকে টিকাদান কর্মসূচি বছরের পর বছর চালিয়ে নিতে হবে বলে শঙ্কা জানিয়েছে তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ডেলটায় | বেশিরভাগ | দেশের | স্বাস্থ্য | ব্যবস্থা | ভেঙে | গেছে