আর্কাইভ থেকে ক্রিকেট

বিপিএল ফাইনালের আগে মঞ্চ মাতাবেন যারা  

বিপিএল ফাইনালের আগে মঞ্চ মাতাবেন যারা  
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের পর্দা নামছে আগামী ১৬ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রেক্ষাপট চিন্তা করে বিদেশি কোন পারফর্মার আনা না হলেও ফাইনালের আগে মঞ্চ মাতাবেন জেমস ও জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, 'চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।' বিদেশি কেউ থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে সুজন বলেন, 'দেশের প্রেক্ষাপট চিন্তা করলে বাইরের কাউকে নিয়ে আসা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই সময় এটা আমাদের কাছে অফসন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি দেশি যারা জনপ্রিয় ব্যান্ড আছে তারাই পারফর্ম করবে।' এছাড়াও ফাইনালে থাকবে আতশবাজি ও বিম শো। ফাইনালের ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে এবং পুরস্কার বিতরণের পর হবে বিম শো।

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএল | ফাইনালের | আগে | মঞ্চ | মাতাবেন | যারা |