আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সারাদেশে করোনা-উপসর্গে ১৪৪ জনের মৃত্যু

সারাদেশে করোনা-উপসর্গে ১৪৪ জনের মৃত্যু

দেশে  ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। 

এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মারা গেছেন ৩১ জন। এরমধ্যে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে ২৪ জন মারা যান। এ বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৯৮ জন। বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন ১১ জন। ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় নয় জনের মৃত্যু হয়েছে। এ জেলায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৪৮০ জন। কুমিল্লায় ৯ জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ফরিদপুরে ছয় জন ও মেহেরপুরে দু’জনের প্রাণহানি হয়েছে। 

এদিকে, হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকটে চিকিৎসা পেতে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন সারাদেশে | করোনাউপসর্গে | ১৪৪ | জনের | মৃত্যু