আর্কাইভ থেকে দেশজুড়ে

ভারত থেকে সীমান্ত পথে দেশে ফেরার সময় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি আটক

ভারত থেকে সীমান্ত পথে দেশে ফেরার সময় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি আটক
ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার সময় নারী-শিশুসহ ৭ বাংলাদেশিকে ভারত সীমান্ত পথে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ আগস্ট) দিবাগত মধ্যরাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২ এর সাব পিলার ৭ এসের পাশ থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে এদের আটক করে বিজিবি। পরে সোমবার (২ আগস্ট) সকালে বিজিবি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে। আটক বাংলাদেশিরা হলেন, জেলার ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) স্ত্রী আফরোজা খাতুন (২৮),তার ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬),তার স্ত্রী পারভীন বিবি (২১) ছেলে পারভেজ মন্ডল (০৬) এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাজার এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)। লালমনিরহাট  বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, আটক বাংলাদেশিরা অবৈধ পথে ভারতে গিয়ে সেখানে ইট ভাটায় কাজ করছিল। তারা দুই দেশের দালাল চক্রের মাধ্যমে সীমান্ত পথে বাংলাদেশে ফিরে আসার সময় তাদেরকে অটক করা হয়। সোমবার সকালে আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক বাংলাদেশিদের মধ্যে দুই শিশুকে প্রবেশন অফিসারের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেয়া হবে। অপর পাঁচ জনকে কারাগারে পাঠানো হবে। মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | সীমান্ত | পথে | দেশে | ফেরার | সময় | নারীশিশুসহ | ৭ | বাংলাদেশি | আটক